Logo
Logo
×

আনন্দ নগর

ঈদের জন্য প্রস্তুত পূজা চেরী

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুরবানির ঈদের সিনেমা নিয়ে ইতোমধ্যেই প্রচারণা শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে চিত্রনায়িকা পূজা চেরী অভিনীত সিনেমা ‘টগর’। আলোক হাসান পরিচালিত এ সিনেমার শুটিং শেষ করেছেন নায়িকা। এখন চলছে ডাবিংয়ের কাজ। বলা যায়, ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি সম্পন্ন করছেন এ অভিনেত্রী। বেশ কয়েক বছর ধরেই ঈদ সিনেমায় দাপট দেখাচ্ছেন নায়িকারা। দর্শক আগ্রহেও রয়েছে এসব অভিনেত্রীর সিনেমা। বলা যায়, ঈদ সিনেমার চালিকাশক্তিতে থাকছেন এসব নায়িকা। সেদিক বিবেচনায় এবার পূজা কতটা প্রস্তুত হয়েছেন সেটিও দেখার বিষয়। গত ঈদুল ফিতরে শবনম বুবলী, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, সুনেরাহ বিনতে কামলরা বেশ নজর কেড়েছেন। আসন্ন ঈদেও তাই পূজাকে একটু চাপ নিতেই হবে। এ ছাড়া ‘টগর’ সিনেমায় প্রথমে কাজ করার কথা ছিল চিত্রনায়িকা দীঘির। পরবর্তী সঙ্গে তার জায়গায় যুক্ত হন পূজা। তাই এ অভিনেত্রীর দিকেও এবার একটু বিশেষ নজর থাকবে নেটিজেনদের। এরই মধ্যে প্রচারণা শুরু করেছেন সংশ্লিষ্টরা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পূজা চেরী। এ সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এতে নায়কের ভূমিকায় দেখা যাবে আদর আজাদকে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম