Logo
Logo
×

আনন্দ নগর

টুকরো খবর

কাজী শুভর নতুন গান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। সম্প্রতি তিনি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। শিরোনাম ‘ভালো মানুষ ভালোবাসা পায় না’। হানিফ খানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন আহমেদ সজিব। কথার সঙ্গে মিল রেখে বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এতে মডেল হয়েছেন উদীয়মান তরুণ তুষার ও এস কে তৃষ্ণা। নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গান প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘সবসময় চেষ্টা থাকে শ্রোতাদের ভালো কিছু গান উপহার দেওয়ার। তারই ধারাবাহিকতায় এ গান। কথা, সুর ও ভিডিও মিলিয়ে দর্শক-শ্রোতারা ভিন্ন ধাঁচের একটি গান পেতে যাচ্ছেন। আশা করি, কেউ নিরাশ হবে না।’ গানের মডেল তুষার বলেন, ‘এককথায় গানের কথা চমৎকার। শুভ ভাইয়ের গানের আলাদা এক শ্রেণির শ্রোতা আছে। আর আমরাও চেষ্টা করেছি শ্রোতাদের কথা মাথায় রেখে দারুণ একটি কাজ উপহার দেওয়ার। আশা করছি, সবার গান-ভিডিও ভালো লাগবে। সামনে আমার আরও বেশকিছু কাজ আসছে।’ জানা গেছে, শিগগিরই গানটি কাজী শুভর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এদিকে কাজী শুভ বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি নতুন কিছু গানের প্রজেক্টও করছেন বলে জানিয়েছেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম