Logo
Logo
×

আনন্দ নগর

সম্মাননা পেলেন একঝাঁক তারকার মা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশের সংস্কৃতি অঙ্গনের সফল তারকা, বিনোদন সাংবাদিক’সহ বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানদের গর্বিত মায়েদের হাতে ‘মা পদক’ সম্মাননা দিচ্ছে মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং নামে একটি প্রতিষ্ঠান। চলতি বছরের চতুর্থ আসর এটি। বরাবরের মতো এ আসরেও সম্মানিত করা হয়েছে বিভিন্ন অঙ্গনের তারকার মা’কে। ১০ মে রাজধানীর একটি হোটেলে এবারের আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন গীতিকার ও রঙ্গন মিউজিকের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন ও অভিনেত্রী, নির্দেশক রুমানা রশীদ ঈশিতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পন্সর সহযোগী প্রতিষ্ঠান আলী-রূপা ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আব্দুল হক। এবারের আয়োজনে ‘মা পদক-২০২৫’ প্রদান করা হয়েছে অভিনেত্রী চিত্রলেখা গুহ, অমিত হাসানের মা মালিহা রহমান, শাহেদ শরিফ খানের মা কামরুন্নাহার বেগম, শিক্ষক আকলিমা স্বর্ণার মা রফিকুন্নেসা রশীদ, ফৌজিয়া কামরুন তানিয়া ও তাসনিয়া কামরুন আনিকার মা ফজলতুননেসা, অঞ্জন সরকারের মা রেণু বালা সরকার, তারেক আনন্দের মা তাহমিনা বেগম, অর্ষার মা মাসুদা হক, নাবিলার মা শাহানা চৌধুরী, আলমগীর কবিরের মা নাজমুন্নাহার, টুম্পা ফেরদৌসের মা তাইয়েবুন নেছা, কোনালের মা সায়মা মনির মিনু ও বাবুল হোসাইনের মা সুফিয়া খাতুনকে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শান্তা জাহান। অনুষ্ঠানের বক্তৃতা পর্বে প্রধান অতিথি ডলি জহুর বলেন, ‘দীর্ঘদিনের অভিনয় জীবনে শুধু অভিনয়ের স্বীকৃতিস্বরূপ সম্মাননা গ্রহণ করেই গেলাম। এবার এমন একটি আয়োজনে মায়েদের হাতে সম্মাননা তুলে দিতে পেরে কতটা যে ভালো লাগছে তা সত্যিই ভাষায় প্রকাশের নয়। অভির এ উদ্যোগ নিঃসন্দেহে অনন্য।’ ‘মা পদক’র প্রধান উদ্যোক্তা সাংবাদিক অভি মঈনুদ্দীন জানান, এবারের আয়োজনটি সফল করার জন্য সহযোগিতা করেছে রঙ্গন মিউজিক, গয়না বাকসো, সিটি ব্যাংক, রয়েল ক্যাফে, সেলিব্রিটিস চয়েজ, হাওর জিন্স ও নন্দন অডিও ভিশন। পদক প্রদান শেষে সংগীতশিল্পী ইয়াসমিন লাবণ্য, জোবায়ের জাহাঙ্গীর জয় ও তানজিন মিথিলা অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম