টুকরো খবর
ডিএমএস থেকে আসছে বিপুল সরকারের গান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ হচ্ছে ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগিতার বগুড়ার প্রতিযোগী এস কে বিপুল সরকারের গান। শিরোনাম ‘ভুলিবো কেমনে’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি লিখেছেন ও সুর করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক আল ইসলাম ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। এ গান প্রসঙ্গে বিপুল সরকার বলেন, ‘প্রতিটি মানুষই তার নিজের ভেতরে থাকা প্রতিভা নিয়ে স্বপ্ন দেখে। আমিও দেখেছিলাম। আমার সেই স্বপ্ন বাস্তবতায় রূপ দিচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন। শুধু আমি নই, অনেক তরুণের স্বপ্ন পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি। অনেক যত্ন নিয়ে আমার এ গানটি করেছি। এটি শ্রোতাদের ভালো লাগবে আমার বিশ্বাস। বিশেষ করে বিরহপ্রেমীদের কাছে এটি সমাদৃত হবে।’ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামীকাল প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘ভুলিবো কেমনে’ গানটির ভিডিও। পাশাপাশি এটি শুনতে পাওয়া যাবে দেশি ও বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।
