টুকরো খবর
ওয়েব ফিল্মে মালাইকা
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অভিনয়ে নতুন যাত্রা শুরু করেছেন মালাইকা চৌধুরী। তিনি জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন। বড় বোনের পথ ধরেই নাটকে আসছেন মালাইকা। তার অভিনীত প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’ মুক্তি পায় ২০২৪ সালের ২৬ ডিসেম্বর। এতে অভিনেতা ফারহান আহমেদ জোভানের বিপরীতে অভিনয় করেন তিনি। নাটকটি পরিচালনা করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ক্যারিয়ারের দ্বিতীয় কাজটিও তিনি একই পরিচালকের হাত ধরেই করতে যাচ্ছেন। এরই মধ্যে শেষ করেছেন ‘ক্ষতিপূরণ’ নামে একটি ওয়েব ফিল্মের শুটিং। এতে তিনি ইয়াশ রোহানের বিপরীতে অভিনয় করছেন। ফিল্মটি নিয়ে নির্মাতা বলেন, ‘কোনো মা প্রতিদানের আশায় সন্তানকে ভালোবাসে না। মায়ের মমতার কোনো মূল্য হয় না। এটাই পৃথিবীর সবচেয়ে অমূল্য বিষয়। এটিই এ ফিল্মে দেখানোর চেষ্টা করা হয়েছে।’ মালাইকা বলেন, ‘এটি আমার দ্বিতীয় কাজ। প্রথম নাটক থেকে বেশ সাড়া পেয়েছি। আশাকরি এবারও দর্শক আমাকে ভালোবাসায় রাখবেন।’ এতে আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, এমএনইউ রাজু, সমু চৌধুরী, শরিফ ফারজানা বুশরা, আইমন সিমলা, ইকবালসহ অনেকে। আসন্ন ঈদে এটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।
