সিতারে জামিন পার : জেনেলিয়ার নতুন চ্যালেঞ্জ
সেলিম কামাল
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে জুটি বেঁধে এই প্রথম কোনো সিনেমায় অভিনয় করেছেন বলিউডের আলোচিত নায়িকা জেনেলিয়া ডি’সুজা। ২০০৩ সালে ক্যারিয়ার শুরু করা এ অভিনেত্রীর জন্য এটা এক নতুন চ্যালেঞ্জ। বাইশ বছরের বলিউড ক্যারিয়ারে অনেক আলোচিত ও হিট সিনেমা উপহার দিলেও কিছুটা টেনশনে তো আছেনই এ তারকা অভিনেত্রী। কারণ, দুই হাজার কোটির বক্সঅফিস তারকা আমির খান ‘দঙ্গল’র পর আর সেই অর্থে মাথা তুলে দাঁড়াতে পারেননি। কমেডি ড্রামা ‘লাল সিঙ চাড্ডা’ নিয়ে বুকভরা আশা নিয়েও ব্যর্থ হয়েছেন আমির খান। এবার ‘সিতারে জামিন পার’ সিনেমা দিয়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টায় আছেন বলিউডের অন্যতম খান। এ কারণে সিনেমাটি জেনেলিয়ার ক্যারিয়ারের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমির খান ব্যর্থ হলেও হেরে যাবেন জেনেলিয়াও। আর সফল হলে দীর্ঘ সাফল্যখরা কাটাবেন দুই তারকাই। আর এস প্রসন্ন পরিচালিত স্পোর্টস কমেডি ড্রামা এ সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ২০ জুন।
আসলে জেনেলিয়ার চলচ্চিত্র ক্যারিয়ারে জুটিভাগ্য একটা বিশেষ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার অভিষিক্ত সিনেমা ‘তুঝে মেরি কসম’ সিনেমায় রিতেশ দেশমুখের সঙ্গে জুটি বেঁধে দারুণ উত্থান হয় তার ক্যারিয়ারের। কে. বিজয় ভাস্কর পরিচালিত সিনেমাটি নির্মিত হয় মাত্র সাড়ে তিন কোটি রুপি খরচে। দারুণ রোম্যান্টিক ড্রামা এ সিনেমা বক্সঅফিস থেকে তুলে নিয়েছিল প্রায় ১৫ কোটি ভারতীয় রুপি। পরের বছরই মুক্তি পায় ইন্দ্র কুমার পরিচালিত রগড় কমেডি সিনেমা ‘মাস্তি’। এ সিনেমায়ও ছিলেন রিতেশ দেশমুখ। ১২ কোটি রুপি খরচে নির্মিত সিনেমাটি আয় করেছে প্রায় ৩৫ কোটি রুপি। তেলুগু সিনেমা ‘না আল্লুড়ু’তে এ অভিনেত্রী কাজ করেছেন এন.টি. রামা রাওয়ের বিপরীতে। এটি সেভাবে ব্যবসা করেনি। জন মহেন্দ্রন পরিচালিত তামিল সিনেমায় কাজ করেছেন বিজয়ের সঙ্গে। এটির অবস্থাও ছিল তথৈবচ। আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছেন তেলুগু সিনেমা ‘হ্যাপি’তে। এটিও সেই অর্থে হিট করেনি। বিশেষ সাফল্য পেয়েছেন সিদ্ধার্থ’র বিপরীতে ‘বোম্মারিল্লু’ সিনেমায়। তেলুগু এ সিনেমা ৬ কোটি রুপি খরচ করে আয় করেছে প্রায় ৫০ কোটি রুপি। অক্ষয় খান্নার বিপরীতে কাজ করেছেন প্রিয়দর্শন পরিচালিত গড়পড়তা হিট সিনেমা ‘মেরে বাপ পেহ্লে আপ’ সিনেমায়। মোটামুটি সাফল্য পেয়েছেন তেলুগু সিনেমা ‘রেডি’তে রাম পোথিনেনির বিপরীতে। দুর্দান্ত ব্যবসা করেছিল ইমরান খানের বিপরীতে অভিনয় করা ‘জানে তু ইয়া জানে না’ সিনেমাটি। আব্বাস টাইরিওয়ালা পরিচালিত উঠতি বয়সিদের কমেডি হিন্দি সিনেমাটি নির্মাণে খরচ হয়েছিল ১৫ কোটি রুপি। আর এটি বক্সঅফিস থেকে তুলে নিয়েছিল প্রায় ৯০ কোটি ভারতীয় রুপি। মুখ থুবড়ে পড়েছে শহীদ কাপুরের বিপরীতে অভিনয় করা কেন্ ঘোষ পরিচালিত ‘চান্স পে ডান্স’। সাফল্য পেয়েছে জন আব্রাহামের সঙ্গে জুটি বাঁধা নিশিকান্ত কামাত পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘ফোর্স’। বিজয়ের বিপরীতে সাফল্য পেয়েছিলেন মোহন রাজা পরিচালিত আরেকটি তামিল সিনেমা ‘ভেলায়ুদম’-এ। আবার দারুণভাবে সফল হয়েছিলেন রিতেশ দেশমুখের সঙ্গে জুটি বেঁধে মানদিপ কুমারের ‘তেরে নাল লাভ হো গ্যায়া’ সিনেমায়। নিজের প্রযোজনায় রিতেশের বিপরীতে সফল হয়েছেন ‘মৌলি’ সিনেমায়। এ জুটির আলোচিত সিনেমা ‘মিস্টার মাম্মি’, ‘ভেদ’। সিনেমার এ জুটি সাংসারিক জীবনেও জুটি বেঁধে সফল হয়েছেন। বলিউডে তারা আলোচিত সুখি দম্পতি।
এর অর্থ দাঁড়াল রিতেশ দেশমুখের সঙ্গে জুটি বাঁধা জেনেলিয়া অভিনীত সিনেমাগুলো দর্শক বেশি গ্রহণ করেছে। সেখানে হঠাৎ করে আমির খানের সঙ্গে এ ‘সিতারে জামিন পার’ সিনেমা নিয়ে নতুন এ চ্যালেঞ্জে কতটুকু সফল হবেন জেনেলিয়া-সেটাই এখন দেখার বিষয়।
