Logo
Logo
×

আনন্দ নগর

থিম সং বানালেন তানভীর তারেক

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রন্ধনশিল্পীদের সম্মাননা দেওয়ার একটি আয়োজন ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড। এ ইভেন্টের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে ২৪ মে নিউইয়র্কের ‘ট্যারেস অন দ্যা পার্ক ’ নামের একটি ভেন্যুতে। নিউইয়র্কের প্রখ্যাত শেফ বা রন্ধনশিল্পী মোহাম্মদ খলিলুর রহমান উদ্যোগের আয়োজক। যৌথ আয়োজক হিসাবে রয়েছে আশা গ্রুপ। এ ইভেন্টের থিম সং নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক। তার সুরে আসিফ ইকবালের কথায় এ গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী মেহরীন ও মার্সেল। সংগীতায়োজন করেছেন মার্সেল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিটি ইভেন্টেরই একেকটি স্বকীয় বৈশিষ্ট্য থাকে। এর আগে একাধিক মেগাসিরিজ, করপোরেট ইভেন্টের থিম ট্র্যাক ও টিভি চ্যানেলের থিমসং নির্মাণ করেছি। তবে এবারের কাজটি একেবারেই ভিন্ন। গানটি একই সঙ্গে বাংলা ও ইংরেজি ভার্সনে তৈরি। মিউজিক ট্র্যাকটি আন্তর্জাতিক প্লাটফর্মে দেওয়ার তাগিদেই এভাবে তৈরি করা হয়েছে। একটি থিম ট্র্যাক পুরো ইভেন্টের সিগনেচার হিসাবে কাজ করে। সেভাবেই বিষয়টি সাজানোর পরিকল্পনা করেছি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম