হ্যালো...
সিনেমা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই
রিয়েল তন্ময়
প্রকাশ: ১৬ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাটকের অভিনেত্রী নাজনীন নাহার নীহা। তিন বছরের ক্যারিয়ারে জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধেছেন। হয়ে উঠেছেন দর্শকপ্রিয়। এ অভিনেত্রী বর্তমানে ব্যস্ত আসন্ন ঈদুল আজহার নাটক নিয়ে। কর্মব্যস্ততা ও অন্যান্য বিষয় নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।
* গত ঈদে আপনার অভিনীত মাত্র একটি নাটক প্রচার হয়েছিল। এবার কি একাধিক নাটকে দেখা যাবে?
** সেটি আমি এখনো বলতে পারছি না। কারণ আগেই কিছু বলে লাভ নেই। গত ঈদে তিনটি নাটক করেছিলাম। কিন্তু ‘মেঘবালিকা’ নামে মাত্র একটি নাটক প্রচার হয়। এবারও এখন পর্যন্ত তিনটি নাটকে অভিনয় করেছি। এগুলোতে আমার সহশিল্পী জোভান ও তৌসিফ মাহবুব। কিন্তু প্রকাশ হবে কয়টি সেটি আমি নিশ্চিত বলতে পারছি না। তবে সবকটিই ঈদের জন্য করা।
* ‘মেঘ বালিকা’ নাটক থেকে কেমন সাড়া পেয়েছেন?
** ভালো রেসপন্স পেয়েছি। এটি আমাকে সত্যিই অনুপ্রাণিত করেছে, অন্য রকম এক অভিজ্ঞতা দিয়েছে। ঈদের পর ‘মেঘের বৃষ্টি’ নামে আমার অভিনীত আরও একটি নাটক প্রকাশ হয়। সেটিও দর্শক পছন্দ করেছেন।
* আপনার তো দর্শকপ্রিয়তা আছে, তবুও খুব বেশি কাজ না করার কারণ কী?
** আমি চেষ্টা করি আমার কাজটি যেন মানসম্মত হয়। তাই একটু সময় নিয়ে কাজ করি। আমার কাছে নাটকের প্রস্তাব এলে চেষ্টা করি গল্প ও চরিত্র নিয়ে ভাবতে। গল্পের সঙ্গে ও চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য সময় নিই। কোনো তাড়াহুড়া করে কাজ করতে চাই না, তাতে কাজটি খারাপ হবে। তা ছাড়া অনেক দিন পর পর দর্শক আমাকে দেখতে পেলে, তাদের মধ্যেও বাড়তি একটি আগ্রহ থাকবে। সেজন্যই হয়তো আমার নাটকগুলো সাড়া ফেলে। সব সময় দেখলে, আগ্রহ কমে যেতে পারে।
* পড়ালেখার পাশাপাশি অভিনয় করছেন। কীভাবে ব্যালেন্স করছেন?
** দুটি একসঙ্গে ব্যালেন্স করা একটু কঠিন। তবু করতে হয়। পড়ালেখায় সময় দিতে গিয়েও দেখা যায়, নিয়মিত অভিনয় করা হয় না। আমি বিবিএ পড়ছি। পাশাপাশি অভিনয় করছি। তা ছাড়া এখন আমার অভিনয় শেখার সময়, তাই সময় নিয়ে ভালোভাবে কাজটি শিখে ও বুঝেই করতে চাই।
* আপনাকে রোমান্টিক নাটকেই সব সময় দেখা গেছে। এর কারণ কী?
** দর্শক আমাকে রোমান্টিক নাটকে দেখতেই বেশি পছন্দ করেন। তাই সে চাওয়া পূরণ করতেই এ ধরনের নাটকে কাজ করি। কারণ, আমার আজকের এ অবস্থান দর্শকদের জন্যই। তাই তারা আমাকে যেভাবে দেখতে চান, নির্মাতারাও সেভাবেই আমাকে নিয়ে ভাবেন। এ ছাড়া ইদানীং রোমান্টিক গল্পের নাটকেও কিন্তু অভিনয় করার যথেষ্ট সুযোগ রয়েছে। আমি নিজেও এ ধরনের গল্পে কাজ করতে পছন্দ করি। আমারও ভালো লাগছে।
* দর্শকের ভালোবাসা কেমন উপভোগ করছেন?
** আমি অল্প সময়ে দর্শকের যে ভালোবাসা পেয়েছি, এটা আসলে সৃষ্টিকর্তার দয়া। আমার প্রতি দর্শক-নির্মাতাদের যে আগ্রহ তা সত্যিই ভালোলাগার। সবার এত ভালোবাসা পেয়ে আমি মুগ্ধ। এ ভালোবাসার প্রতি আমি দায়বদ্ধ। সেই জায়গা থেকে দায়িত্ববোধের সঙ্গে আরও ভালো কাজ করার উৎসাহ পাই।
* সিনেমা নিয়ে কোনো কিছু ভাবছেন?
** সবে ক্যারিয়ারের শুরু করলাম। আমি এখনো অভিনয় শিখছি। তাই নাটক নিয়েই থাকতে চাই। আপাতত সিনেমা নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যতে যদি এ রকম কোনো সুযোগ আসে বা করি, সেটি অবশ্যই সবাই জানতে পারবেন। তবে ভালো গল্প বা চরিত্র পেলে ওটিটি কনটেন্টে কাজ করার ব্যাপারে চিন্তা করব।
