টুকরো খবর
ঈদে আসছে রানার নতুন গান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পাঁচটি নতুন গান নিয়ে আসছেন গায়ক ও সংগীত পরিচালক এইচ এম রানা। এগুলো হলো-‘কবিতা তুমি’, ‘ভাগ্য যারে জাপটে ধরে’, ‘ফিরায়ে দেয়ার বেদনা’, ‘নীল খামে চিঠি’, ‘ভাবছ তোমায় যাব ভুলে’। লেখক ও গীতিকবি গোলাম মুর্শেদের কথায় গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করছেন রানা নিজেই। সংগীতায়োজনে আছেন শহীদ ও রাজীব। এরই মধ্যে দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রানা। তিনি বলেন, “১৮ বছর আগে রিয়ালিটি শো ক্লোজআপ ওয়ানের মঞ্চে গোলাম মুর্শেদ ভাইয়ের লেখা ‘দুঃখ’ গানটি গেয়েছিলাম। এত বছর পর তার মতো একজন কিংবদন্তির সঙ্গে কাজ করার সুযোগ পাব তা স্বপ্নেও ভাবিনি। তাই পুরো প্রজেক্টটা আমার জন্য অনেক স্পেশাল ও সম্মানের।” কুরবানির ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান গান জানালা’র ব্যানারে গানগুলো অবমুক্ত করা হবে। এ ছাড়া রানা একাধিক সিনেমা ও ওয়েব সিরিজের গানের কাজ করছেন বলেও জানিয়েছেন।
