|
ফলো করুন |
|
|---|---|
দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ হচ্ছে ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার প্রতিযোগী স্বর্ণা দাস তৃষার গান। ‘এই অজানা পথে পা ফেলে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা লিখেছেন ও সুর করেছেন তৃষা। সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও র্নিমাণ করেছে আল মাসুদের। গানটি নিয়ে তৃষা বলেন, ‘প্রিয় মানুষের কাঙ্ক্ষিত হাত ধরার প্রবল ইচ্ছা যে কাউকে নিয়ে যায় স্বপ্নালোকে। সেই তীব্র ইচ্ছার পায়ে কথা ও সুরের নূপুর পরিয়ে তাতে কণ্ঠ দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি গানটি সবার হৃদয়ে দাগ কেটে যাবে।’ গানটি ২২ মে ডিএমএসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে। পাশাপাশি শুনতে পাওয়া যাবে স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি ও আন্তর্জাতিক একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।
