গানের প্রতিযোগিতার সেরা ৪ শিল্পী
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্যাটেলাইট টিভি চ্যানেল আই এক দশকের বেশি সময় ধরে সেরাকণ্ঠ নামে গানের শিল্পী অন্বেষণের একটি রিয়েলিটি শোয়ের আয়োজন করে আসছে। এ আয়োজনের সর্বশেষ আসর বসে ২০২৩ সালে। ফাইনাল রাউন্ডে ১৩ জন সিলেক্টেড হলেও সেরা তিন কিংবা চ্যাম্পিয়নের ফলাফল দেওয়া হয়নি এতদিন। অবশেষ সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনালের ফলাফল ঘোষণা করা হয়। আয়োজনে প্রখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লা বিশেষ বিচারক ছিলেন। ফাইনালের ফলাফল তিনিই ঘোষণা করেন। ২০২৩ সালের জন্য সেরা চার শিল্পী নির্বাচিত হয়েছেন-টুশি, জারিন, শিতাব ও অর্চি। চারজনকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। আলাদাভাবে এরপর আর কাউকে রানার্সআপ কিংবা তৃতীয় ঘোষণা করা হয়নি। পৃথিবীর ইতিহাসে কোনো রিয়েলিটি শোয়ে চারজন চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা এটাই প্রথম। বিজয়ী টুশি বলেন, ‘আমার স্বপ্ন সিনেমায় বেশি বেশি গান করা। পাশাপাশি মৌলিক গান তো গাইবই।’ জারিন বলেন, ‘মৌলিক গানের প্রতি বিশেষ মনোযোগ থাকবে আমার।’ শিতাব বলেন, ‘দীর্ঘ সময় পর হলেও ফলাফল পেয়েছি, এটাই সন্তুষ্টি।’ অর্চি বলেন, ‘আমার ইচ্ছা মৌলিক গান করা। পাশাপাশি নিজে কম্পোজিশনটা ভালোভাবে রপ্ত করতে চাই।’
