Logo
Logo
×

আনন্দ নগর

‘ঈদে দর্শক ভালো কিছু পাবেন’: তানজিন তিশা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আগের চেয়ে এখন কাজের পরিমাণ অনেকটাই কম। বেছে বেছে কাজ করছেন তিনি। টিভি নাটকের পাশাপাশি এখন ওটিটিতেও নাম লিখিয়েছেন। তার অভিনীত বেশ কয়েকটি ওটিটি কনটেন্ট এরইমধ্যে আলোচনায় এসেছে। এ ছাড়াও আলোচনায় রয়েছে তার অভিনীত সর্বশেষ প্রচারিত কিছু নাটকও। গল্পভিত্তিক চরিত্রনির্ভর কাজগুলোতে এখন তাকে বেশি দেখা যাচ্ছে। বিভিন্ন চরিত্র নিয়ে হাজির হচ্ছেন তিনি। নিজের মধ্যে পরিবর্তনও এনেছেন বলা যায়। আসন্ন ঈদেও তাকে দেখা যাবে একাধিক নাটকে, এমনটাই জানিয়েছেন এ অভিনেত্রী। তিশা বলেন, ‘ঈদের জন্য আমি আগে থেকে পরিকল্পনা করে কাজ করি। যেটা গত ঈদে হয়নি। কুরবানির ঈদের জন্য এরইমধ্যে একাধিক নাটকে অভিনয় করেছি। মানের দিক দিয়ে আমার কাছে ভালো মনে হয়েছে বলেই কাজগুলোতে যুক্ত হয়েছি। আশা করি দর্শক ঈদে ভালো কিছু পাবেন।’ এদিকে তিশা অভিনীত ওটিটি কনটেন্ট ‘ঘুমপরী’ মুক্তি পায় ফেব্রুয়ারি মাসে। এটিতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। কাজটি অভিনেত্রীর বেশ পছন্দের ছিল, এমনটাও তিনি বলেছেন অনেকবার। সম্প্রতি এ ওয়েবফিল্মের জন্য একটি সংগঠন থেকে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন। সেই অনুষ্ঠানে ‘ঘুমপরী’ প্রসঙ্গে তিশা জানান, এখনো এ চরিত্রের মধ্যেই মজে আছেন। সেই গল্প ও চরিত্রের ঘোর তার কাটেনি। কাজ কম করা প্রসঙ্গে জানতে চাইলে তিশা বলেন, ‘বেশি কাজ করার চেয়ে মানসম্মত অল্প কাজ করতে চাই। সেই পথ ধরেই চলছি এবং চলব।’ এদিকে সিনেমায় অভিনয় করার কথাও শোনা গেছে এ অভিনেত্রীর। এজন্য নিজেকে প্রস্তুত করার কথাও জানিয়েছেন তানজিন তিশা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম