টুকরো খবর
কানাডায় একসঙ্গে সাবিনা ইয়াসমিন ও কুমার বিশ্বজিৎ
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বেশ কিছুদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে কানাডায় গান গাইতে গিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। অন্যদিকে একমাত্র ছেলে নিবিড়ের চিকিৎসাজনিত কারণে দীর্ঘদিন ধরে কানাডাতেই অবস্থান করছেন কুমার বিশ্বজিৎ। বিষয়টি সাবিনা ইয়াসমিনের গোচরে ছিল। তাই কানাডায় শো শেষ করেই বিশ্বজিতের ছেলে নিবিড়কে দেখতে ছুটে যান তিনি। কিছুক্ষণ সময় কাটান কুমার বিশ্বজিতের সঙ্গে। এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘সাবিনা আপা সময় করে আমাদের কাছে এসেছেন, নিবিড়কে দেখে গেছেন, এজন্য তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপার সঙ্গে দেখা হয়ে কথা বলে ভীষণ ভালো লাগল।’ সাবিনা ইয়াসমিন বলেন, ‘নিবিড়কে দেখলাম। খুব মায়া লাগল। বিশ্বজিতের সঙ্গেও কথা হলো। তাদের জন্য দোয়া করি। আর যে কাজে এসেছি, চমৎকার অনুষ্ঠান হয়েছে। সব মিলিয়ে অনেক গুছানো ছিল পুরো আয়োজন। গান গেয়ে ভীষণ ভালো লাগল। সবাই পুরো আয়োজন ভীষণ উপভোগ করেছেন। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’ তিনি জানিয়েছেন, দু’একদিনের মধ্যে ঢাকায় ফিরবেন। ফিরেই সাবিনা ইয়াসমিন বিটিভির ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। অন্যদিকে কুমার বিশ্বজিৎ জানিয়েছেন, তিনিও স্টেজ শোতে নিয়মিত হওয়ার চেষ্টা করছেন।
