Logo
Logo
×

আনন্দ নগর

নাটকে ব্যস্ত তরুণ অভিনয়শিল্পীরা

একটা সময় নাটক দেখার একটিমাত্র মাধ্যম ছিল বিটিভি। এরপর আরও একাধিক বেসরকারি টেলিভিশনও নাটক প্রচার হতে থাকে। তাই বাড়তে থাকে নাটক নির্মাণের সংখ্যা। কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব আসার পর এর মাত্রা অনেক বেড়ে যায়। স্বাধীন এ প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন নির্মাতারা। কাজের পরিধি বাড়ায় তৈরি হতে থাকে নতুন সব শিল্পী। পেশাদার পুরোনো শিল্পীরাও একটা সময় টিভি নাটক ছেড়ে অনলাইনভিত্তিক নাটকে মনোযোগ বাড়িয়ে দেন। নাটক তৈরির সংখ্যা বাড়ায় পুরোনোদের পাশাপাশি নতুন শিল্পীদের ব্যস্ততাও বাড়তে থাকে। বর্তমানে নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন এমন তরুণ অভিনয়শিল্পীদের নিয়েই এ প্রতিবেদন।

Icon

রিয়েল তন্ময়

প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাটকের এখন সুসময় যাচ্ছে। অধিকাংশ শিল্পী প্রায় পুরো মাস নাটকের কাজে ব্যস্ত থাকেন। পুরোনোদের পাশাপাশি নতুনরাও অভিনয় পেশায় নাম লেখাচ্ছেন। প্রতিদিন নির্মিত হচ্ছে শতাধিকের বেশি নাটক, টেলিফিল্ম ও অনলাইন কনটেন্ট। টেলিভিশনের পাশাপাশি এসব নাটক প্রচার হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলোয়ও। দর্শক এখন বেশিরভাগ নাটক স্বাধীন প্ল্যাটফর্ম ইউটিউবেই দেখেন। কোনো ধরনের সেন্সর না থাকাই সহজলভ্য এ মাধ্যমটিকে ‘ট্রাম্প কার্ড’ হিসাবে ব্যবহার করছেন পরিচালক-প্রযোজকরা। ইউটিউবের পাশাপাশি শোবিজ অঙ্গনে বাড়তি মাত্রা যোগ করেছে পেইড ভার্সন ওটিটি। এ মাধ্যমটির কাজের গুণগত মান ভালো হওয়ায় এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় সব শিল্পী এখন ওটিটিতে ঝুঁকছেন। বলা যায়, সব মাধ্যমেই ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পীরা। প্রচারের মাধ্যম বেশি থাকায়, নাটক নির্মাণের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তাই শিল্পীদের ব্যস্ততাও বেড়েছে। সিনিয়র শিল্পীরা কাজ কমিয়ে দিলেও তরুণ শিল্পীরা কাজ করছেন চুটিয়ে। কারণ, এখন রয়েছে কাজের সুবর্ণ সুযোগ। এ ছাড়া কোনো বিশেষ দিবসকে কেন্দ্র করেও নির্মিত হয়ে থাকে শতাধিক নাটক। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে তরুণ শিল্পীদের জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। এক সময়ের পুরোনো জনপ্রিয় শিল্পীরা যারা এখনো কাজ করছেন, তাদের চেয়েও বর্তমান দর্শকদের কাছে বেশি সমাদৃত হয়ে থাকেন এ প্রজন্মের শিল্পীরা। এ জনপ্রিয়তাকে পুঁজি করেই তাদের নিয়েই নির্মাণে আগ্রহ দেখান নির্মাতারা। তাই পুরোনোদের পাশাপাশি তরুণ অভিনয়শিল্পীদের ব্যস্ততা একটু বেশি। জাহিদ হাসান, মোশাররফ করিম, জিয়াউল ফারুক অপূর্র্বর পাশাপাশি বর্তমানে নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, সাফা কবির, তানিয়া বৃষ্টি, সামিরা খান মাহি, তৌসিফ মাহবুব, তানজিম সাইয়ারা তটিনী, ফারহান আহমেদ জোভান, মুশফিক ফারহান, খাইরুল বাশার, ইয়াশ রোহান, কেয়া পায়েল, নাজনীন নাহার নিহা, মালাইকা চৌধুরীসহ অনেকেই।

তাসনিয়া ফারিণ ও তানজিন তিশা

নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। টিভি নাটক, ওটিটি কনটেন্ট ও সিনেমা সব মাধ্যমেই সমানতালে কাজ করছেন। তাই তার ব্যস্ততা একটু বেশিই। গত বছরেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘ফাতিমা’। আসন্ন ঈদেও নতুন এক মসলাদার সিনেমা নিয়ে হাজির হতে চলেছেন তিনি। সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ নামের এ সিনেমাটিতে রয়েছেন নাটকের আরেক জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এ ছাড়া গত ঈদে ওটিটিতে মুক্তি পাওয়া এ অভিনেত্রীর ‘হাউ সুইট’ নামের ফিল্মটিও বেশ সাড়া ফেলে। যেখানে তিনি জুটি বেঁধেছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে। এ অভিনেত্রী সিনেমা এবং ওটিটি কনটেন্টের পাশাপাশি নাটকেও সময় দিচ্ছেন। এদিকে তানজিন তিশা এখন খুব বেছে বেছে কাজ করছেন। তাই তার কাজের পরিমাণ কমেছে। তবে এরই মধ্যে বেশ কিছু ভালো কাজ তিনি উপহার দিয়েছেন। কয়েক মাস আগেই ‘ঘুমপরী’ নামে তিশার একটি ওটিটি কনটেন্ট মুক্তি পেয়েছে। যেখানে তার অভিনয় প্রশংসিত হয়। আসন্ন ঈদেও প্রচারে আসবে তার অভিনীত একাধিক নাটক।

নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি

বর্তমান সময়ের জনপ্রিয় জুটি বলা হয়ে থাকে নিলয়-হিমিকে। এ জুটির ভিউয়ের দৌড়েও রয়েছে এগিয়ে। তাই জুটিবদ্ধ হয়ে নিয়মিত কাজ করছেন তারা। বলা যায় পুরো মাস শুটিং নিয়েই ব্যস্ত থাকেন এ দুই শিল্পী। গত ঈদেও তাদের একাধিক নাটক প্রচার হয়েছে। আসন্ন ঈদেও তাই নাটকে অভিনয় নিয়েই ব্যস্ততা রয়েছে এ তারকা জুটির।

তানিয়া বৃষ্টি

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির। ইউটিউবকেন্দ্রিক নাটকে এ অভিনেত্রীর দর্শকচাহিদা একটু বেশিই। অভিনয় করছেন জনপ্রিয় সব অভিনেতার সঙ্গে। বিশেষ করে মোশাররফ করিমের বিপরীতে প্রায় ৫০টির বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। আসন্ন ঈদেও তাকে একাধিক নাটকে দেখা যাবে। এসব নাটকের কাজ নিয়েই এখন তার ব্যস্ততা যাচ্ছে বলেই জানিয়েছেন এ অভিনেত্রী।

কুরবানির ঈদে বর্তমান সময়ের অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনীত ‘উৎসব’ নামে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। তবে এ অভিনেত্রী নাটক নিয়েই ব্যস্ত। এরই মধ্যে ঈদের একাধিক নাটকে শুটিং করেছেন তিনি। এদিকে অভিনয় জগতে নতুন পা রেখেছেন মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। কয়েক মাস আগেই প্রচার হয় তার অভিনীত প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’। আসন্ন ঈদেও তিনি তার অভিনীত দ্বিতীয় নাটক ‘ক্ষতিপূরণ’ নিয়ে হাজির হচ্ছেন। এ ছাড়া জুটি বেঁধে নাটকে নিয়মিত অভিনয় করেন তৌসিফ, জোভান, কেয়া পায়েল, তটিনি, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি, খাইরুল বাশার, সাফা কবির, ইয়াশ রোহান, জামিল হোসেন, নাজনীন নিহাসহ অনেকেই। এ প্রজন্মের দর্শকদের কাছে তাদের জনপ্রিয়তা রয়েছে। তাই এসব অভিনয়শিল্পীর ব্যস্ততাও বেশি। এ ছাড়া কোনো দিবস বা উৎসবকে সামনে রেখে তাদের ব্যস্ততা আরও বেড়ে যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম