Logo
Logo
×

আনন্দ নগর

টুকরো খবর

কণার কণ্ঠে নজরুলের গান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আধুনিক গানের শিল্পী দিলশাদ নাহার কণা। এবার তিনি কণ্ঠে তুলেছেন নজরুলের গান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত হচ্ছে বিশেষ একটি সংগীত অ্যালবাম ‘দ্য নজরুল টেপস-রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব’। কবির চারটি গান নতুন সংগীতায়োজনে তুলে ধরা হয়েছে এ অ্যালবামে। আর এতে কণা গেয়েছেন ‘মোর ঘুমঘোরে’ শিরোনামের একটি গান। ২৪ মে রাজধানীতে অনুষ্ঠিত হবে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান। সেখানে সরাসরি পারফর্ম করবেন শিল্পীরা। নজরুলসংগীতের পাশাপাশি পরিবেশিত হবে তাদের পছন্দের কিছু গানও। কণা বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত প্রতীক। তার গান নিয়ে কাজ করাটা আনন্দের বিষয়। গানের মূল সুর ঠিক রেখে আধুনিক সংগীতায়োজনে শ্রোতাদের নতুন অভিজ্ঞতা দিতে পারে এ গানগুলো।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম