Logo
Logo
×

আনন্দ নগর

আজ নামছে কান’র পর্দা

পূরণ হচ্ছে আলিয়া ভাটের স্বপ্ন

Icon

শাহনাজ হেনা

প্রকাশ: ২৪ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্ব সিনেমার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ আসর কান ফিল্ম ফেস্টিভ্যাল। দক্ষিণ ফ্রান্সের সমুদ্র তীরবর্তী কান শহরে ১৩ মে থেকে শুরু হওয়া এ আসরের পর্দা নামবে আজ। এবারের উৎসবে টম ক্রুজ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির নামিদামি তারকা, নির্মাতা ও কলাকুলশীরা উপস্থিত ছিলেন। বলিউড থেকেও হাজির হয়েছেন ঐশ্বরিয়া রাইসহ আরও অনেক তারকা। কিন্তু ইন্ডাস্ট্রিতে এক দশকেরও বেশি সময় কাটিয়ে দিলেও কান উৎসবে কখনোই যাননি বলিউড তারকা আলিয়া ভাট। উৎসবের লাল গালিচায় হাঁটার স্বপ্ন তার বহুদিনের। কিন্তু সময়ের অভাবে সেটা এতদিন হয়ে ওঠেনি। ৭৮তম আসরের উদ্বোধনী দিনেই তিনি লাল গালিচায় হাঁটবেন, এমন সিদ্ধান্ত বেশ আগেই নিয়েছেন। অভিষেকের জন্য প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন। কান ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণপত্র পাওয়ার পরই ইনস্টাগ্রাম স্টোরিজে সেটা শেয়ার করেছিলেন অভিনেত্রী। গুচি ব্যাগের মধ্যে বই এবং প্রয়োজনীয় জিনিসের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘যাওয়ার জন্য প্রস্তুত। অবশেষে হতে চলেছে স্বপ্নপূরণ।’

কিন্তু তার এ আনন্দযাত্রায় বাদ সাধে ভারত-পাকিস্তান যুদ্ধ। ভারত কাশ্মীরের পহেলগাম হামলায় পাকিস্তানকে দোষারোপ করে দেশটির একাধিক স্থানে হামলা করে দিন কয়েক আগে। পরে পাকিস্তানও ভারতে পালটা হামলা করে। ফলে বেঁধে যায় যুদ্ধ। এ যুদ্ধ শুরু হওয়ার পরপরই আলিয়া ভাট তার কানযাত্রা স্থগিত করেন। দেশের কঠিন অবস্থায় তিনি উৎসবে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছিলেন। যদিও যুদ্ধ বেশি দিন স্থায়ী হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুতিয়ালিতে শেষ পর্যন্ত দুই দেশই যুদ্ধ বিরতিতে রাজি হয়। অস্ত্রের ঝনঝনানি থামলেও দুই দেশে বাগ্যুদ্ধ এখনো থামেনি। তবে অস্ত্রের যুদ্ধ থেমে যাওয়ায় আলিয়াও তার সিদ্ধান্ত পালটেছেন। যাচ্ছেন কানে। পূরণ হচ্ছে তার স্বপ্ন! হাঁটবেন লাল গালিচায়। এ লক্ষ্যে গতকাল ফ্রান্সের উদ্দেশে মুম্বাই ত্যাগ করেছেন। আজ উৎসবের শেষ দিনে তাকে দেখা যাবে লাল গালিচায়। অবশ্য আলিয়া কানে যাচ্ছেন কোনো সিনেমার প্রতিনিধি হয়ে নয়। প্রসাধনী কোম্পানি ল’রিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কানে আত্মপ্রকাশ করার কথা ছিল তার। যদিও ভারত-পাক সমস্যার মধ্যে সেই সফর বাতিল করেছিলেন আলিয়া। দেশের কঠিন অবস্থায় তিনি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারবেন না বলে জানিয়ে ছিলেন। মুম্বাই ছাড়ার আগে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়ায় তিনি উৎসবে যাচ্ছেন বলে ভারতীয় গণমাধ্যমকে বলেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম