টুকরো খবর
ডিএমএস থেকে মামুনের গান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ হচ্ছে ধ্রুব মিউজিক আমার গানের খুলনার প্রতিযোগী আব্দুল্লাহ আল মামুনের গান। শিরোনাম ‘কিছু মন দেয়া নেয়াতে’। গানটি লেখা ও সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন তিনি। সংগীতায়োজন করেছেন এস পুলক, তরিক এবং আমজাদ হোসেন। ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। এ প্রসঙ্গে আবদুল্লাহ আল মামুন বলেন, ‘গানের প্রতি ভালোবাসা ও আকর্ষণ থেকে গান শেখার ইচ্ছা জাগে। ওয়াসিম সরকার স্যার-এর কাছে প্রথম হাতেখড়ি। পরে ওস্তাদ শামসুদ্দিন একাডেমিতে শাহীন মাহমুদ শাহিন স্যারের কাছে দীর্ঘ বছর উচ্চাঙ্গসংগীতের মহাসমুদ্র থেকে এক বিন্দু শেখার চেষ্টা করি। সুরের সাধনা যেন আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমার এই গান শ্রোতাদের এতটুকুও ভালো লাগলে আমি ধন্য।’ আগামী ২৯ মে ডিএমএস’র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটির ভিডিও। পাশাপাশি এটি শুনতে পাওয়া যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ দেশি ও আন্তর্জাতিক মিউজিক প্ল্যাটফর্মে।
