|
ফলো করুন |
|
|---|---|
জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। এক সময়ে নাটকের ব্যস্ত অভিনেতা থাকলেও, এখন ওটিটি কনটেন্ট ও সিনেমা নিয়েই তার ব্যস্ততা। গত ঈদেই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘জ্বীন-৩’। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছেন ‘ঋতুকামিনী’ নামে সজল অভিনীত আরও একটি সিনেমা। এর মধ্যেই জানা গেছে, এ অভিনেতা নতুন একটি সিনেমার শুটিং করছেন। সিনেমার প্রাথমিক নাম রাখা হয়েছে ‘শাপলা শালুক’। এটি পরিচালনা করছেন রাশেদা আক্তার লাজুক। এটি পরিচালকের প্রথম সিনেমা। শেরপুরের নালিতাবাড়ির ভারতীয় সিমান্তর্বর্তী এলাকায় ২১ মে থেকে এর শুটিং শুরু হয়েছে। এতে সজলের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। বর্তমানে দুজনই সিনেমায় শুটিং করছেন। তবে নতুন সিনেমা প্রসঙ্গে এখন কিছু বলতে বারণ থাকায় মুখ খুলছেন না শিল্পীরা। তবে পরিচালক জানান, এটি অ্যাকশন, রোমান্টিক ও পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের একটি সিনেমা। এতে ক্ল্যাসিক ধাঁচের ছোঁয়াও আছে। রাশেদা আক্তার বলেন, ‘অভিনয়শিল্পীদের পাশাপাশি সিনেমার কারিগরি দিক নিয়েও আমরা ভেবেছি। আধুনিক সিনেমা বানানোর জন্য যা যা করণীয়, সবই এতে রেখেছি।’
