Logo
Logo
×

আনন্দ নগর

টুকরো খবর

স্টেজ শোতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কুমার বিশ্বজিৎ

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলে নিবিড়ের অসুস্থতার কারণে দীর্ঘদিন কানাডায় অবস্থান করছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। তাই দীর্ঘদিন অনুপস্থিত গানেও। মাঝে কিছু কাজ করলেও ছিল না ধারাবাহিকতা। তবে ইদানীং কাজে ফেরার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। কানাডাসহ আরও কয়েকটি দেশে স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন তিনি। এদিকে আজ কুমার বিশ্বজিতের জন্মদিন। দিনটি নিয়ে তার কোনো উচ্ছ্বাস নেই। তিনি বলেন, ‘জন্মদিন এলেই মায়ের কথা খুব মনে পড়ে। কয়েক বছর আগে আমি আমার মাকে হারিয়েছি। আমার কাছে সব সময়ই মনে হয়, মানুষ বিশেষ ভ্রমণের জন্য পৃথিবীতে আসে। কেউ কেউ সফল হয়, কেউ হন না। আমি সফল কি না জানি না। তবে আমার গান যদি আমি মরে যাওয়ার পরও শ্রোতা-দর্শকের মাঝে বেঁচে থাকে সেটাই হবে আমার প্রাপ্তি। কী এক অদ্ভুত ভাবনা মানুষের, মরার পরও বেঁচে থাকার বাসনা। হয়তো আমিও এমন করেই বেঁচে থাকব আমার গান দিয়ে, পৃথিবীতে ভ্রমণের সার্থকতা আমার হয়তো সেখানেই।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম