|
ফলো করুন |
|
|---|---|
নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে সাম্প্রতিক সময়ে এ মাধ্যমে তার উপস্থিতি কম। বিশেষ দিবসের নাটকগুলোতে তার উপস্থিতি মেলে। কাজে মনোযোগ বাড়িয়েছেন ওটিটি কনটেন্টে। বেশ কিছু আলোচিত কনটেন্টে কাজ করেছেন। সর্বশেষ তার অভিনীত ‘ঘুমপরী’ নামে একটি ওয়েব ফিল্ম প্রচার হয়েছে। সেটিতে অভিনয়ের জন্য বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিশা। সম্প্রতি এ ফিল্মে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারও পেয়েছেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিশা বলেন, ‘এটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি কাজ। দীর্ঘদিন আগে এটি প্রচার হলেও, এখনো সে চরিত্রের ঘোরের মধ্যেই রয়েছি।’ এদিকে দীর্ঘদিন পর আরও একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। নাম ‘হাইড এন সিক’। পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে তিশাকে নাদিয়া নামের একজন বিনোদন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। গল্পটি এরকম-একজন ফিল্মস্টারের বিয়ের দিন দুর্ঘটনার শিকার হয় রাশা নামের এক তরুণী। সর্বত্র চাউর হয় রাশা আত্মহত্যা করতে চেয়েছে। কারণ, সেই ফিল্ম স্টারের সঙ্গে তার সম্পর্ক ছিল। এ বিষয়ে বিনোদন সাংবাদিক প্রশ্ন করলেই ঘটে বিপত্তি। সেই সাংবাদিককে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এদিকে মরতে মরতে বেঁচে যায় রাশা নামের সেই তরুণী। অন্যদিকে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয় সেই বিনোদন সাংবাদিককে। ফিল্মটি প্রসঙ্গে তিশা বলেন, ‘এটির গল্পে পরতে পরতে রয়েছে টুইস্ট, যা দর্শকদের আকৃষ্ট করবে। শেষ দৃশ্য না দেখা পর্যন্ত দর্শক উঠতে পারবেন না বলেই আমার বিশ্বাস। আমি এটি নিয়ে বেশ আশাবাদী।’ তিনি আরও বলেন, ‘ইদানীং খুব কম কাজ করা হলেও, এমন সব গল্পে কাজ করছি যা দর্শক দেখতে চায়। এ ছাড়া চরিত্রেও রয়েছে ভিন্নতা। প্রতিটি কাজে নিজেকে ভেঙে নতুন করে গড়ছি। গল্প ও চরিত্রে ভিন্নতা আনাতে সেই কাজগুলোতে দর্শক সাড়াও বেশ ভালো পাচ্ছি।’
কম কাজ প্রসঙ্গে এ অভিনেত্রী আরও বলেন, ‘গড়পড়তা অনেক কাজ করার চেয়ে ভালো কাজ করা উচিত। যেগুলোতে নতুনত্ব থাকবে। ভালো গল্প ও চরিত্র পেতে একটু সময় তো লাগবেই। সে সময়টাই আমি নিচ্ছি। তাই এখন কাজের পরিমাণ কম। তবে কাজ করছি। একেবারেই বসে নেই।’
‘হাইড এন সিক’ ওয়েব ফিল্ম প্রসঙ্গে পরিচালক হিমি বলেন, ‘থ্রিলারধর্মী এ গল্পে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে যা আমাদের সমাজে ঘটলেও থাকে অপ্রকাশিত। কিন্তু আমরা এখন এই ট্যাবু ভাঙতে চাই।’ ওয়েব ফিল্মটি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে ঈদে প্রচার হবে। এ ছাড়া আসন্ন ঈদে তিশাকে দেখা যাবে একাধিক নাটকে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘ঈদের জন্য আমি আগে থেকে পরিকল্পনা করে কাজ করি। যেটা গত ঈদে হয়নি। কুরবানির ঈদের জন্য বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। মানের দিক দিয়ে আমার কাছে ভালো মনে হয়েছে বলেই সে কাজগুলোতে যুক্ত হয়েছি।’ প্রসঙ্গত, টিভি নাটক ও ওটিটি কনটেন্টে নিয়মিত অভিনয় করলেও তিশাকে এখনো সিনেমায় দেখা যায়নি।
