Logo
Logo
×

আনন্দ নগর

ওটিটিতে যা দেখবেন

Icon

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* নেটফ্লিক্সে দেখা যাচ্ছে স্পোর্টস কমেডি সিরিজ ‘রানিং পয়েন্ট’। নির্মাণ করেছেন জেমস পনসোল্ড। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন কেড হাডসন।

* বিঞ্জে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘আইজ্যাক লিটন’। পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অর্চিতা স্পর্শিয়া, আনন্দ খালেদ, সমু চৌধুরী প্রমুখ।

* হইচইতে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘মানি হানি’। যৌথভাবে এটি পরিচালনা করেছেন তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। অভিনয় করেছেন শ্যামল মাওলা, লুৎফর রহমান জর্জ, সুমন আনোয়ার, নিশাত প্রিয়ম ও নাজিবা বাশার প্রমুখ

* টফিতে দেখা যাচ্ছে ইংরেজি সিনেমা ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’। পরিচালনা করেছেন রিক রোমান ওয়া। এতে অভিনয় করেছেন জেরার্ড বাটলার, মরগান ফ্রিম্যান, জাদা পিঙ্কেট স্মিথ, ল্যান্স রেডডিক, টিম ব্লেক নেলসন, পাইপার পেরাবো।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম