|
ফলো করুন |
|
|---|---|
* নেটফ্লিক্সে দেখা যাচ্ছে স্পোর্টস কমেডি সিরিজ ‘রানিং পয়েন্ট’। নির্মাণ করেছেন জেমস পনসোল্ড। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন কেড হাডসন।
* বিঞ্জে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘আইজ্যাক লিটন’। পরিচালনা করেছেন আশরাফুজ্জামান। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অর্চিতা স্পর্শিয়া, আনন্দ খালেদ, সমু চৌধুরী প্রমুখ।
* হইচইতে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘মানি হানি’। যৌথভাবে এটি পরিচালনা করেছেন তানিম নূর এবং কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। অভিনয় করেছেন শ্যামল মাওলা, লুৎফর রহমান জর্জ, সুমন আনোয়ার, নিশাত প্রিয়ম ও নাজিবা বাশার প্রমুখ
* টফিতে দেখা যাচ্ছে ইংরেজি সিনেমা ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’। পরিচালনা করেছেন রিক রোমান ওয়া। এতে অভিনয় করেছেন জেরার্ড বাটলার, মরগান ফ্রিম্যান, জাদা পিঙ্কেট স্মিথ, ল্যান্স রেডডিক, টিম ব্লেক নেলসন, পাইপার পেরাবো।
