Logo
Logo
×

আনন্দ নগর

পর্দায় ফিরছে রেখার ‘উমরাও জান’

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আবারও পর্দায় ফিরছে নব্বই দশকের শুরুর দিকের বলিউডের জনপ্রিয় ব্যবসা সফল ক্লাসিক সিনেমা ‘উমরাও জান’। ভারতের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স ফোরকে রেস্টোরেশনে রেখা এবং মুজাফফর আলীর ১৯৮১ সালের ক্লাসিক ‘উমরাও জান’ দেশের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনছে। মোজাফফার আলী পরিচালিত এ সিনেমায় রেখা নাম ভূমিকায় অভিনয় করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯০৫ সালে প্রকাশিত উর্দু উপন্যাস উমরাও জান আদার কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত এ সিনেমায় লক্ষ্নৌয়ের এক গনিকা এবং তার খ্যাতির উত্থানের গল্প বলা হয়েছে। ১৮৪০ সালে আমিরান নামের এক মেয়েকে ফয়জাবাদে তার পরিবার থেকে অপহরণ করা হয় এবং তাকে লক্ষ্নৌয়ের পতিতালয়ের ম্যাডাম খানুম জানের কাছে বিক্রি করা হয়। খানুম জান অল্প বয়সি গনিকাদের শিক্ষা দিত। আমিরানের নতুন নাম দেওয়া হয় উমরাও জান। আমিরান ধনী পুরুষদের আকৃষ্ট ও আসক্ত করার জন্য প্রশিক্ষিত একজন মার্জিত মহিলায় পরিণত হয়। এক সময় উমরাও নবাব সুলতানের নজর কাড়ে এবং দুজনে প্রেমে পড়ে, তবে যখন নবাব জানায় যে, তার পরিবারকে খুশি করার জন্য তাকে অবশ্যই বিয়ে করতে হবে তখন তাদের সম্পর্কের অবসান ঘটে।

রেখার পর একই চরিত্রে ২০০৬ সালে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই। তবে রেখার সিনেমাটিকেই আবারও ফোরকে রেস্টোরেশনে পর্দায় ফিরিয়ে নিয়ে আসছেন মোজাফফর আলী ও ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া। পরিচালক আলী নিজেই এ পুনরুদ্ধার তত্ত্বাবধান করেছিলেন, মূল প্রিন্টগুলো খুব ভঙ্গুর হওয়ার কারণে পরে এনএফএআই-তে সংরক্ষিত ৩৫ মিমি রিলিজ প্রিন্ট থেকে কাজ করেছিলেন। তিনি বলেন, ‘উমরাও জান’ কেবল একটি সিনেমা ছিল না, এটি একটি হারিয়ে যাওয়া সংস্কৃতির আত্মার দিকে যাত্রা ছিল।’ সিনেমাটি আবারও পর্দায় আসছে শুনে রেখাও বেশ উচ্ছ্বসিত। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘চরিত্রটি আমার ভেতরে বাস করে, আমার ভেতর দিয়ে শ্বাস নেয়, এমনকি এখনো।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম