|
ফলো করুন |
|
|---|---|
ঈদের সময় দর্শকদের আনন্দ বাড়িয়ে দিতে প্রতি বছরই বাহারি আয়োজন করে দেশের প্রায় সবক’টি টিভি চ্যানেল। এবারও তার ব্যতিক্রম হয়নি। সাজিয়ে বসেছে অনুষ্ঠানের পসরা। বিভিন্ন টিভি চ্যানেলের বিশেষ আয়োজনের কয়েকটি স্থিরচিত্র ও অনুষ্ঠানসূচি নিয়ে যুগান্তরের বিশেষ ফিচার ‘ঈদ আনন্দ আয়োজন’ সাজানো হয়েছে।
এটিএন বাংলা
এটিএন বাংলা ঈদের পরদিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে ফাগুন অডিও ভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচ ফোড়ন’। সানজিদা হানিফের পরিচালনায় নির্মিত এ অনুষ্ঠানটি ঈদ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আলাপন নিয়ে ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় সাজানো হয়। এবারের পর্বে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সারিকা সাবরিন ও ইরফান সাজ্জাদ।
বিটিভি
বিটিভিতে ঈদের দিন রাত ১০টায় প্রচার হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। বিভিন্ন আয়োজনে এ অনুষ্ঠানে গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। তিনি গেয়েছেন ‘আমি রজনীগন্ধা ফুলের মতো’ শিরোনামের জনপ্রিয় গানটি। এছাড়া এ অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর বিটিভিতে হাজির হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনার।
চ্যানেল আই
চ্যানেল আইতে ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘চাঁদের হাট’। কে এম সোহাগ রানার রচনা ও পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ ও কেয়া পায়েল। তাদের সঙ্গে আরও রয়েছেন মনিরা মিঠু, ড. এজাজ, কে এম সোহাগ রানা প্রমুখ।
বাংলাভিশন
বাংলাভিশনে ঈদের পরদিন বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘ঝগড়াটে কাপল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব। দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি।
আরটিভি
আরটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘ঝাল মুড়ি’। ওসমান মিরাজের পরিচালনায় এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ, কেয়া পায়েল প্রমুখ।
বৈশাখী টিভি
বৈশাখী টিভিতে ঈদের দিন রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘কাস্টিং আউচ’। পথিক সাধনের রচনা ও পরিচালনায় নির্মিত এ নাটকে অভিনয় করেছেন খায়রুল বাসার, রিয়া ঘোষ, নাদের চৌধুরী, হিমে হাফিজ প্রমুখ।
এনটিভি
এনটিভিতে ঈদের দিন বিকাল ৪টা ২০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘পোড়ামন-২’। রায়হান রাফির পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু প্রমুখ।
নাগরিক টিভি
নাগরিক টিভিতে ঈদের দিন বিকাল ৫টায় প্রচার হবে বাংলা সিনেমা ‘দরদ’। অনন্য মামুনের পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের শাকিব খান ও ভারতের সোনাল চৌহান।
