|
ফলো করুন |
|
|---|---|
* দীপ্ত প্লে-তে মুক্তি পেয়েছে থ্রিলার ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’। গল্পে দেখা যায় ফিল্মস্টার ইমতিয়াজের বিয়ের দিন রাশা নামের এক তরুণীর মৃত্যু হয়। তার মৃত্যু নিয়েই প্রশ্ন তোলে বিনোদন সাংবাদিক, আর তাতেই ঘটে বিপত্তি। মাহমুদুর রহমান হিমির পরিচালনায় এতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। আরও অভিনয় করেছেন দীঘি, রোশান, চমক, ইন্তেখাব দিনার দীপা খন্দকার প্রমুখ।
* হইচইতে মুক্তি পেয়েছে সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। কমেডি ঘরানার সাত পর্বের সিরিজটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। এতে ট্রাকচালক আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে তার আট বউয়ের চরিত্রের অভিনয় করেছেন রুনা খান, রোবিনা রেজা জুঁই, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, ফারহানা হামিদ, আসমা উল হুসনা বৃষ্টি ও সারাহ জেবিন অদিতি। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন ইভন, অশোক বেপারি প্রমুখ।
* আইস্ক্রিনে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘জলরঙ’। পরিচালনা করেছেন কবিরুল ইসলাম রানা। এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, উষ্ণ হল, কায়েস আরজু, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।
