চ্যালেঞ্জ নিয়ে সফল ফারিণ
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গত বছর সিনেমায় যাত্রা শুরু করেন নাটকের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দেশের প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’। বিকল্প ধারার সিনেমা দিয়ে যাত্রা শুরু হলেও, এ ঈদে তিনি ফর্মুলা ফিল্ম নিয়ে হাজির হয়েছেন। ভিন্নধর্মী অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। সিনেমাটির জন্য নিজেকে আমূল পরিবর্তন করেছেন এ অভিনেত্রী। চরিত্রের প্রয়োজনে করতে হয়েছে ফাইট। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে একাধিকবার আহত হতে হয়েছে তাকে। তবুও নিজেই নিজের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে বড় পর্দায় নিজের আসন পাকাপোক্ত করতেই মসলাদার সিনেমায় যুক্ত হয়েছেন। অভিনয়ে বেশ প্রসংশাও কুড়াচ্ছেন এ অভিনেত্রী। সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে ফারিণ বলেন, ‘আমি সিনেমায় কাজ করে একটা বড় চ্যালেঞ্জ নিয়েছিলাম। আর এখন সেই চ্যালেঞ্জের ফলাফল চোখের সামনে দেখতে পাচ্ছি। দর্শক সিনেমাটিকে ভালোভাবে গ্রহণ করেছেন বলেই মনে হয়েছে আমার। এটা আমার জন্য একটি আশীর্বাদ।’
