টুকরো খবর
অপূর্বের প্রিয় প্রজাপতি
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঈদে একাধিক নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। রোমান্টিক ঘরানার গল্পে তিনি বরাবরই প্রশংসনীয়। বর্তমান সময়ে নাটকের ব্যস্ততম এ অভিনেতার অভিনীত আরও একটি রোমান্টিক নাটক ‘প্রিয় প্রজাপতি’। এটি ঈদের পরদিন ক্যাপিটাল ড্রামা নামে একটি নতুন ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। অপূর্ব অভিনীত এ নাটক দিয়েই যাত্রা শুরু করে চ্যানেলটি। প্রকাশের একদিনের ভেতর নতুন এ চ্যানেলটি থেকে নাটকটি দেখেছেন প্রায় ২৫ লাখ মানুষ। নাটকটি থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে বলেও জানান সংশ্লিষ্টরা। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। কথাসাহিত্যিক সাদাত হোসাইনের লেখা ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন তিনি। রোমান্টিক-কমেডি ঘরানার এ নাটকে অপূর্বের সঙ্গে জুটি হয়ে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। নাটক প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এটি দুষ্টু-মিষ্টি প্রেমের গল্পের নাটক। প্রত্যাশা ছিল এটি দর্শকদের ভালোবাসা পাবে। হয়েছেও তাই। নতুন চ্যানেলে নাটক প্রকাশ হওয়া একটু চ্যালেঞ্জের। তবে বেশ ভালো সাড়া পেয়েছি।’
