|
ফলো করুন |
|
|---|---|
বলিউড রাজ্যে এক সময় দাপুটে ছিলেন এখন নেই, কিংবা এখনো দুর্দান্ত জনপ্রিয়তা নিয়ে কাজ করছেন-ভারতের এমন অনেক তারকাই এখন নানা ধরনের ব্যবসায় লগ্নি করেছেন। কেউ ফ্যাশন হাউজ খুলেছেন, কেউ প্রসাধন ব্যবসায় জড়িত, কেউবা হয়েছেন সিনেমার প্রযোজক। অভিনয় ক্যারিয়ারের মতোই ব্যবসা ক্ষেত্রেও সফল তারা। এমন সফল তারকাদের ব্যবসার ইতিবৃত্ত নিয়েই এ প্রতিবেদন। লিখেছেন সেলিম কামাল
* শাহরুখ খান
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান। খ্যাতির রাজ্যে তিনি ‘বাদশা’। অভিনয় দিয়ে তিনি যেমন বিখ্যাত, তেমন ব্যবসায়ী হিসাবেও পেয়েছেন সাফল্য। প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কো-চেয়ারম্যান তিনি। সিনেমাসহ নানা ধরনের তথ্যচিত্র ও এনিমেশননির্ভর কাজগুলো করা হয় এ প্রতিষ্ঠান থেকে। পাশাপাশি রয়েছে ‘ডানহিল’ ব্র্যান্ডের পারফিউম ব্যবসা। এ ছাড়া তাকে সবচেয়ে বেশি আলোচনায় এনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। গত ১৭ বছর ধরেই তিনি এ দলটির বিখ্যাত ফ্রাঞ্চাইজি। দলটির ভেল্যুয়েশন ১.১ বিলিয়ন মার্কিন ডলার।
* শিল্পা শেঠি
বাজিগর, ম্যায় খিলাড়ি তু আনাড়ি, জানোয়ার প্রভৃতি ব্যবসাসফল সিনেমার নায়িকা শিল্পা শেঠি। তার রয়েছে লোসিস স্পা ও সেলুনের ইন্ডিয়ান চেইন হাউজ-এর ব্যবসা। তিনি শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াখ্যাত উইকেডগাডে বিনিয়োগ করেন। ভারতীয় প্রসাধন ব্র্যান্ড মামাআর্থেরও প্রাথমিক লগ্নিকারী শিল্পা শেঠি। বর্তমানে তিনি আনুমানিক ৪০০ কোটি রুপির মালিক।
* সুনীল শেঠি
বলিউডের শতাধিক সিনেমায় অভিনয় করা তারকা সুনীল শেঠি। বলিউড তারকাদের মধ্যে সবার আগে জিমের ব্যবসা শুরু করেন এ তারকা। ভারতের নানা শহরে তার এ ব্যবসা বিস্তৃত। পপকর্ন এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা সংস্থা রয়েছে তার। এসটু রিয়েলিটি নামের একটি রিয়েল এস্টেট কোম্পানিরও মালিক সুনিীল শেঠি। তা ছাড়া মিসচিফ নামে একটি সিরিজ বুটিক হাউজও রয়েছে এ তারকার।
* টুইঙ্কেল খান্না
টুইঙ্কেল খান্না ২০১০-এ বলিউডে অভিনয় ছেড়ে দিলেও ইতোমধ্যে অর্জিত তারকাখ্যাতি কাজে লাগিয়ে পুরোপুরি ব্যবসায় মনোযোগ দেন। সে বছরই সিনেমার প্রযোজক হিসাবে ইন্ডাস্ট্রিতে নাম লেখান। এ ছাড়া বাহারি মোমবাতি ডিজাইনে খ্যাতি রয়েছে টুইঙ্কেলের। মায়ের সঙ্গে এ ব্যবসায় জড়িয়ে এখন মোমবাতির বড় মাপের রপ্তানিকারক তিনি। হোয়াইট উইন্ডো নামে তার একটি ইন্টেরিয়র ফার্মও রয়েছে।
* আলিয়া ভাট
অভিনয়ের বাইরে আলিয়া ভাট এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন একজন নারী উদ্যোক্তা হিসাবে। খুলেছেন অনলাইন ফ্যাশন পোর্টাল জেবঙ্গডটকম। ভিআইপি ইন্ডাস্ট্রিজ নামে রয়েছে তার একটি হ্যান্ডব্যাগ নির্মাণ প্রতিষ্ঠান। সৌন্দর্য সংস্থা নিক্কা এবং জৈব উপাদান সরবরাহকারী স্টার্টআপ ফুলডটকোতেও বিনিয়োগ করেছেন তিনি।
* প্রিয়াঙ্কা চোপড়া
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সিনেমা পার্পল পেবল পিকচার্স নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা। তার রয়েছে একটি স্কিনকেয়ার ব্র্যান্ড অ্যানোমালি। এরই মধ্যে বিশ্বব্যাপী নেটওয়ার্কের কারণে তিনি হয়ে উঠেছেন একজন ব্যবসায়ী মোগল।
* সালমান খান
চিরতরুণ অভিনেতা সালমান খানের সিনেমা ক্যারিয়ার এখনো দেদীপ্যমান। অভিনয় ক্যারিয়ারের দুর্দান্ত সময়েই ২০১১ সাল থেকে সালমান খান বিইং হিউম্যান (এসকেবিএইচ) প্রোডাকশন্স নামে একটি প্রযোজনা সংস্থার মালিক তিনি। এ ছাড়া প্রোপার্টি ডেভেলপমেন্ট সেক্টরের একজন উল্লেখযোগ্য লগ্নিকারক তিনি।
* দিপীকা পাড়ুকোন
দিপীকা পাড়ুকোন স্টার্টআপ এবং বিনিয়োগে একজন উল্লেখযোগ্য ভারতীয় অভিনেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। পোশাক লেবেল অল অ্যাবাউট ইউ’র মাধ্যমে ফ্যাশন জগতে পা রেখেছেন তিনি। সাম্প্রতিক সময়ে একটি স্কিন কেয়ার ব্র্যান্ড ৮২ই চালু করেছেন-যা রাসায়নিকের চেয়ে প্রাকৃতিক নির্যাসের ওপর বেশি গুরুত্ব দেয়। এ ছাড়া বিখ্যাত গ্রিক দই ব্র্যান্ড এপিগামিয়া, অ্যাডটেক প্লাটফর্ম ফ্রন্টরো, ড্রামস ফুড ইন্টারন্যাশনাল, বৈদ্যুতিক যানবাহনের স্টার্টআপ ব্লুমার্ট, সৌন্দর্য পণ্যের ব্র্যান্ড পার্পল-এ বিনিয়োগ করেছেন এ অভিনেত্রী।
