|
ফলো করুন |
|
|---|---|
ঈদ আনন্দের বড় একটি অনুষঙ্গ ‘সিনেমা’। সারা বছর প্রেক্ষাগৃহে দর্শকখরা থাকলেও, ঈদেই পরিবার-পরিজন নিয়ে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে ছুটে যান অনেকেই। আর এ সুযোগ কাজে লাগিয়ে ঈদে সিনেমা মুক্তির হিড়িক পড়ে। প্রযোজক-পরিচালকরাও এ সময়টাকেই টার্গেট করে নির্মাণ করেন নতুন সিনেমা। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদে মুক্তি পেয়েছে ‘তাণ্ডব’, ‘ইনসাফ’, ‘উৎসব’ ‘নীলচক্র’, ‘টগর’, ও ‘এশা মার্ডার : কর্মফল’ নামে ছয়টি সিনেমা। কেমন চলছে এসব সিনেমা, কোনটি রয়েছে দর্শক পছন্দের তালিকায়?
শাকিব খান ও সাবিলা নূর অভিনীত ‘তাণ্ডব’
প্রতি বছরের মতো এবারও ঈদনির্ভর নায়ক শাকিব খানের ‘তাণ্ডব’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হয় নাটকের অভিনেত্রী সাবিলা নূরের। এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক আগ্রহে রয়েছে। যেহেতু সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে স্বাভাবিকভাবেই এটি অন্যদের চেয়ে এগিয়ে। মুক্তির পর থেকে এখনো পর্যন্ত প্রথম অবস্থান ধরে রেখেছে সিনেমাটি। সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন দর্শক উপস্থিতি আশানুরূপ। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প, যার ভেতরে রয়েছে টানটান উত্তেজনা ও অ্যাকশনের ঝলক।
শরিফুল রাজ-তাসনিয়া ফারিণের ‘ইনসাফ’
সমাজে বিচার ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ‘ইনসাফ’ সিনেমার গল্প। নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। এতে শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন নাটকের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এটি অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা। ‘ইনসাফ’ দিয়ে ঈদের নায়িকা হয়ে প্রথমবার মসলাদার সিনেমায় অভিনয় করলেন ফারিণ। এটি ঈদের দিন থেকে সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৬টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। প্রথমবার এ অভিনেতাকে নেতিবাচক চরিত্রে দেখতে পাচ্ছেন দর্শক। এটি নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। এটিকে এখন পর্যন্ত ঈদের সিনেমায় দর্শক পছন্দে দ্বিতীয় স্থান ধরে নেওয়া যেতে পারে।
জাহিদ হাসানের ‘উৎসব’
‘ঈদের উৎসব, সিনেমার উৎসব’ এই স্লোগানকে সামনে রেখে নির্মাতা তানিম নূর হাজির হয়েছেন ‘উৎসব’ সিনেমা নিয়ে। দেশের সাতটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে এটি। জাহিদ হাসান, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, সাদিয়া আয়মানসহ অনেকে অভিনয় করেছেন সিনেমাটিতে। এর মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন জাহিদ হাসান। পারিবারিক গল্পের এ সিনেমাটিও রয়েছে দর্শক আগ্রহে। মুক্তির পঞ্চম দিনে এসেও বেড়েছে সিনেমাটির কালেকশন গ্রোথ। বাণিজ্যিক হিসাবে এখন পর্যন্ত এর অবস্থান তৃতীয়।
আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তীর ‘নীলচক্র’
সাইবার অপরাধভিত্তিক থ্রিলার সিনেমা ‘নীলচক্র’। এতে জুটি বেঁধেছেন আরেফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। নির্মাণ করেছেন মিঠু খান। তবে এর প্রচারণায় সরব হতে পারছেন না নায়ক শুভ। কারণ তিনি, আওয়ামী লীগঘনিষ্ঠ শিল্পী বলেই আখ্যায়িত। এ ছাড়া ‘মুজিব : একটি জাতির রূপকার’ নামে একটি সিনেমায় শেখ মুজিবের চরিত্রে রূপদান করেছিলেন এ অভিনেতা। গত বছরের ৫ আগস্টের পর থেকেই এ সিনেমা নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। এরপর থেকেই রাজনৈতিক চাপে আছেন এ অভিনেতা। ঈদে ‘নীলচক্ত’ মাত্র ছয়টি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। প্রচার-প্রচারণার অভাবে এটি খুব বেশি আওয়াজে নেই। খুব বেশি সুবিধা করতে না পারলেও, এটিকে চতুর্থ স্থানে রাখা যেতে পারে।
আদর আজাদ ও পূজা চেরী অভিনীত ‘টগর’
গত রোজার ঈদ থেকেই বলা যায় প্রচার-প্রচারণায় সরব টিম ‘টগর’। আলোক হাসানের পরিচালনায় নির্মিত এ সিনেমায় জুটি বেঁধেছেন আদর আজাদ ও পূজা চেরী। এটি মাত্র সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অ্যাকশন ও থ্রিলার ঘরানার এ সিনেমার পোস্টার, টিজার ও গান নজর কাড়লেও, প্রেক্ষাগৃহের অভাবে দর্শকদের কাছে ঠিকঠাক পৌঁছেনি। সেজন্য দর্শক আগ্রহ থাকলেও, আশার প্রদীপ জ্বালাতে পারেনি। বলা যায়, পঞ্চম স্থানে রয়েছে এটি।
বাঁধন অভিনীত ‘এশা মার্ডার : কর্মফল’
জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনীত সিনেমা ‘এশা মার্ডার : কর্মফল’। প্রেক্ষাগৃহ সংকটের মধ্যে মাত্র চারটি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে সানী সানোয়ার পরিচালিত এ সিনেমাটি। তিন তরুণীর হত্যাকাণ্ড নিয়ে আবর্তিত হয়েছে গল্প। এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। সিনেমাটি ঈদের বাজারে খুব একটা সুবিধা করতে পারেনি। আলোচিত সিনেমাগুলোর মধ্যে সবার নিচেই রয়েছে এর অবস্থান।
