Logo
Logo
×

আনন্দ নগর

ঈদে বুবলীর স্বেচ্ছায় নির্বাসন!

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মধ্য দিয়ে অভিষেক হয় তার। শাকিব খানের বিপরীতে বুবলীর এ সিনেমাটি ঈদেই মুক্তি পেয়েছিল। অভিষেক সিনেমা দিয়েই বেশ আলোচনায় আসেন এ অভিনেত্রী। এরপর থেকেই ঈদের নায়িকা হিসাবেও তিনি ছিলেন এক ধাপ এগিয়ে। প্রতি বছর ঈদে তার একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। এবারও তার অভিনীত ‘সর্দারবাড়ির খেলা’ ও ‘পিনিক’ নামে দুটি সিনেমা ছিল মুক্তির তালিকায়। অন্যবারের মতো এবারও ঈদের সিনেমার চালকের আসনে থাকার কথা ছিল এ অভিনেত্রীর। কিন্তু ঘটল তার উলটো। ঈদের কিছুদিন আগেই মুক্তির মিছিল থেকে সরে যায় জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ সিনেমাটি। তবুও বুবলী ভক্তদের আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিল রাখাল সবুজ পরিচালিত ‘সর্দারবাড়ির খেলা’ সিনেমাটি। কিন্তু শেষ মুহূর্তে এসে এটিও ছিটকে পড়ে। ফলে ঈদে মুক্তি পায়নি বুবলী অভিনীত কোনো সিনেমা। বলা যায়, সিনেমাবিহীন ঈদ কেটেছে এ নায়িকার। অনেক বছর পর এবার ঈদে প্রেক্ষাগৃহে নেই এ অভিনেত্রী। এটি অভিনেত্রীর ভক্ত শুভাকাঙ্ক্ষীদের জন্য যেমন বেদনার, তেমনি মন ভেঙেছে অভিনেত্রীরও। এ কারণে ঈদের দিন থেকেই প্রায় নিশ্চুপ তিনি। বলা যায়, এবার ঈদ কেটেছে তার মলিনতায়। কেউ কেউ বলছেন, সিনেমা মুক্তি না পাওয়ার প্রভাব যেন পড়েছে তার ব্যক্তিগত যোগাযোগেও। ঈদ উপলক্ষ্যে অন্য শিল্পীরা যখন প্রচারণা বা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, সেখানে বুবলী ছিলেন নীরব। ঈদের শুভেচ্ছা বার্তাও জানাননি এ অভিনেত্রী। বিষয়টি ভক্তদের মধ্যেও নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। শুধু তাই নয়, ঈদকেন্দ্রিক টেলিভিশন অনুষ্ঠানগুলোতে অনেক তারকার উপস্থিতি দেখা যায়। কিন্তু এখানেও বুবলী ছিলেন অনুপস্থিত। কোনো টকশো, গেম শো বা বিশেষ সাক্ষাৎকারেও তাকে সেভাবে দেখা যায়নি। সব মিলিয়ে এবারের ঈদে বিনোদন অঙ্গন থেকে বুবলী যেন স্বেচ্ছায় নির্বাসনে রয়েছেন বলেও মনে করছেন নেটিজেনরা। এদিকে ঈদে নতুন সিনেমা মুক্তি না পেলেও, অভিনেত্রী ব্যস্ত ছিলেন নতুন সিনেমার শুটিং নিয়ে। ভারতের সীমান্তবর্তী এলাকা শেরপুরের নালিতাবাড়ীর দাউধারা গ্রামে শুটিং শেষ করেছেন ‘শাপলা শালুক’ (নাম পরিবর্তন হতে পারে) নামে একটি সিনেমার। ঈদের আগে থেকেই সিনেমাটির শুটিংয়ে অংশ নেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন আব্দুন নূর সজল। এটি পরিচালনা করছেন রাশেদা আক্তার লাজুক।

এদিকে সিনেমা নিয়ে আলোচনায় না থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে ঠিক ঈদে আলোচনা-সমালোচনায় ছিলেন এ নায়িকা। শাকিব খানের সঙ্গে ছেলে বীরকে নিয়ে একটি ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তিনি। ছবিটি তখনই পোস্ট করেন, যখন অপু বিশ্বাস ছেলে জয়ের সঙ্গে শাকিবের খুনসুটি নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন। শাকিবকে নিয়ে বুবলী ও অপুর এই টানাটানি নিয়ে দুই নায়িকারই সমালোচনা করেছেন সবাই।

প্রসঙ্গত, ক্যারিয়ারের প্রায় এক দশকে পা রাখতে চলেছেন শবনম বুবলী। রুপালি পর্দায় অভিষেক সিনেমায় তার সঙ্গী ছিলেন শাকিব খান। এ অভিনেতার সঙ্গে জুটি বেঁধে যেমন ছিলেন আলোচনার তুঙ্গে, তেমনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে শাকিবকে জড়িয়ে নানা বিতর্কের মুখেও পড়তে হয়েছে এ অভিনেত্রীকে। দশ বছরের ক্যারিয়ারে শাকিবের সঙ্গে ১২টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এ জুটির সর্বশেষ সিনেমা ছিল ‘লিডার আমিই বাংলাদেশ’। এরপর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। বর্তমানে বুবলী অন্য নায়কদের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত কাজ করছেন। গত রোজার ঈদেও এ অভিনেত্রীর ‘জংলি’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল। সেখানে তার সঙ্গে জুটি বাঁধেন সিয়াম আহমেদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম