|
ফলো করুন |
|
|---|---|
* নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ক্রাইম থ্রিলার সিরিজ ‘মিসিং ইউ’। সিরিজে ডিটেকটিভ ক্যাট ডোনোভানের নতুন এক পৃথিবী উন্মোচন হয়, যখন তিনি তার সদ্য বিচ্ছিন্ন ফিয়ান্সিকে একটি ডেটিং অ্যাপে খুঁজে পান। নিমার র্যাসড ও ইশার সাহোতার পরিচালনায় এ সিরিজে অভিনয় করেছেন রোজালিন্ড এলিয়াজার, রিচার্ড আর্মিটেজ, অ্যাশলে ওয়াল্টার্স প্রমুখ।
* আইস্ক্রিনে দেখা যাচ্ছে কমেডি ঘরানার ওয়েব ফিল্ম ‘কিস্তিমাত’। এটি পরিচালনা করেছেন
আসিফ জাহাঙ্গীর অর্ক। অর্থ কষ্টে থাকা দুই বন্ধুর গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। এতে অভিনয় করেছেন তাপস কুমার মৃধা, রচি রিচ প্রমুখ।
* বঙ্গতে দেখা যাচ্ছে বাংলা সিনেমা ‘কাজলরেখা’। বাংলার রূপকথা নিয়ে এটি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এতে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, খাইরুল বাসার, রাফিয়াত রশীদ মিথিলা, সাদিয়া আয়মান প্রমুখ।
