টুকরো খবর
দুই বছর পর সাব্বির নাসিরের নতুন গান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রায় দুবছর পর নতুন গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী সাব্বির নাসির। শিরোনাম ‘আমি যারে ভালোবাসি’। ঈদ উপলক্ষ্যে গানটি প্রকাশ হয়েছে। এর কথা লিখেছেন ও কম্পোজিশন করেছেন জিসান খান শুভ, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন বিবেক মজুমদার। ভিডিও নির্মাণ করেছেন আজম বাবু এবং রিপন নাগ। নতুন এ গান প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘প্রকাশের পর শ্রোতারা ভালোভাবে এটি গ্রহণ করেছেন এবং সেইসঙ্গে ফেসবুক, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দর্শক-শ্রোতার কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। এটি একটি এনিমেশন বেইজ মিউজিক ভিডিও। দর্শকরাও পছন্দ করছেন। শ্রোতা, দর্শকদের বলতে চাই, গানটি হৃদয় থেকে শুনবেন, আশা করি অনেক ভলো লাগবে।’
