Logo
Logo
×

আনন্দ নগর

ঈদে সিনেমার গানে প্রশংসিত মিলা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঈদের আগেই প্রকাশ হয়েছিল ‘ইনসাফ’ সিনেমার একটি গান। ‘আকাশেতে লক্ষ তারা’ শিরোনামের এ গানটিতে নাচতে দেখা গেছে অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ ও শরিফুল রাজকে। উপস্থিতি ছিল মোশাররফ করিমও। সে সময় থেকেই বেশ আলোচনায় এটি। গানের পাশাপাশি আলোচনায় উঠে আসে এ গানের শিল্পী মিলা ইসলামের নাম। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় পপ তারকাশিল্পী। তবে দীর্ঘদিন ধরেই গান থেকে দূরে ছিলেন। ব্যক্তিজীবন নিয়ে ছিলেন বেশ ঝামেলার মধ্যে। মামলা-মোকাদ্দমায়ও জড়াতে হয়েছে তাকে। সবকিছু সামলে গত বছর থেকেই ফের নিয়মিত হয়েছেন এ শিল্পী। প্রকাশ করেছেন নতুন একাধিক গান। এ ছাড়া স্টেজ শো ও টেলিভিশন লাইভ নিয়ে ব্যস্ত সময় কাটচ্ছিলেন। এসবের মধ্যেই ‘ইনসাফ’ সিনেমার এ গানটি দিয়ে প্লেব্যাকেও নতুন উদ্যমে যাত্রা শুরু করেন মিলা। গানটিতে ‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটাই রে’-এ লাইনটি ছাড়া নতুন কথা ও সুরে করা হয়েছে। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন সংগীত পরিচালক শওকত আলী ইমন। গানটির বাকি অংশ লিখেছেন সুদীপ কুমার দীপ। এটি প্রকাশের পর থেকে এর জন্য অভাবনীয় সাড়া পাচ্ছেন বলে জানান শিল্পী মিলা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সত্যিই খুব আনন্দিত। মানুষ গানটি এত পছন্দ করছেন বলার মতো নয়। এর আগেও আমার অনেক গানই জনপ্রিয়তা পেয়েছে, সে রকম অনুভূতি আবার নতুন করে পাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘ভক্ত-শ্রোতা-দর্শক ও সহকর্মীদের প্রশংসা আমার উৎসাহকে দ্বিগুণ করে দিয়েছে। সামনে আরও ভালো ভালো গান নিয়ে হাজির হতে চাই। সুযোগ পেলে এমন ভালো সিনেমার জন্যও কাজ করতে চাই।’ এদিকে মিলার একাধিক নতুন গান তৈরি হয়ে আছে। সেগুলোও একে একে প্রকাশ করবেন বলে জানান তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম