Logo
Logo
×

আনন্দ নগর

রণবীর আউট আল্লু ইন

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বলিউডে নব্বই দশকের সবচেয়ে ব্যবসাসফল ও আইকনিক সুপারহিরো সিনেমা ‘শক্তিমান’ নতুনভাবে আবারও বড় পর্দায় ফিরছে, এটি পুরোনো খবর। এতদিন ধরে শোনা যাচ্ছিল রণবীর সিংকে ‘শক্তিমান’-এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। কিন্তু এখন শোনা যাচ্ছে অন্য নাম। রণবীর সিনেমাটিতে থাকছেন না। তিনি নিজেই নিষেধ করেছেন, নাকি নির্মাতাদের পক্ষ থেকে বাদ দেওয়া হয়েছে, এ বিষয়ে কোনো তথ্য অবশ্য ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেনি। তবে রণবীরের পরিবর্তে সুপারহিরোর চরিত্রে অভিনয়ের জন্য নাম উঠে এসেছে আরেক সুপারস্টারের। তিনি আল্লু অর্জুন। নির্মাতারা এ মেগা-বাজেটের সিনেমাটির জন্য এরই মধ্যে অভিনেতার সঙ্গে কথাও বলেছেন। জানা গেছে, আল্লু চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও পরামর্শ দিয়েছেন পরিচালক হিসাবে কাকে নিতে হবে। সুপারহিরো সিনেমা ‘মিন্নাল মুরালি’র জন্য প্রশংসা পাওয়া বেসিল জোসেফ এই সিনেমাটি দারুণ বানাতে পারবেন বলেই আল্লুর মত।

সূত্র জানিয়েছে, শক্তিমানকে নস্টালজিয়া ফ্যাক্টর ধরে রেখে নতুন রূপ দেওয়া এবং প্রযুক্তির সঙ্গে তা আবার নতুন করে তুলে ধরার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সিনেমাটিকে তারা আন্তর্জাতিক মানের করে বানাতে চান। এতে ভিএফএক্স, অ্যাকশন এবং আবেগের দারুণ সমন্বয় দেখা যাবে। এর মূল দায়িত্বে রয়েছে সনি পিকচার্স। চারটি ভিন্ন ইন্ডাস্ট্রির অংশীদাররা এ প্রজক্টের সঙ্গে জড়িত।’

এদিকে আল্লু অর্জুন বতর্মানে নতুন একটি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যাতে তার নায়িকা দীপিকা পাড়ুকোন। ২০২৭ সালে ছবিটি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। অন্যদিকে রণবীর ব্যস্ত আছেন মহাকাব্যিক সিনেমা ‘রামায়ন’ নিয়ে। যেখানে তিনি রামের ভূমিকায় অভিনয় করছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম