Logo
Logo
×

আনন্দ নগর

ওটিটিতে যা দেখবেন

Icon

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* নেটফ্লিক্সে দেখা যাচ্ছে কমেডি সিনেমা ‘ডোন্ট লুক আপ’। এটি পরিচালনা করেছেন অ্যাডাম ম্যাকি। অভিনয় করেছেন মেরিল স্ট্রিপ, কেট ব্ল্যাঞ্চেট, লিওনার্দো ডিক্যাপ্রিও, জেনিফার লরেন্স।

* জিওহটস্টারে মুক্তি পেয়েছে অ্যানিমেশন সিনেমা ‘মুফাসা : দ্য লায়ন কিং’। এটি নির্মাণ করেছেন ব্যারি জেনকিন্স ।

* হইচইতে দেখা যাচ্ছে সিরিজ ‘সাড়ে ষোল’। এতে অভিনয় করেছেন আফরান নিশো, ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, ইমতিয়াজ বর্ষণ, শাহেদ আলী, বর্ণ প্রমুখ।

* বঙ্গতে মুক্তি পেয়েছে ওয়েবফিল্ম ‘মির্জা’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, পারসা ইভানা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম