Logo
Logo
×

আনন্দ নগর

হলিউডের তারকা যখন সফল ব্যবসায়ী

Icon

সেলিম কামাল

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হলিউডে উদ্যোক্তা হওয়ার প্রতিযোগিতা দিনদিন বাড়ছে। এরইমধ্যে এ পথে হেঁটে সম্পদ অর্জনের অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন রিহান্না, জেসিকা অ্যালবা, গয়নেথ প্যালট্রো, জর্জ ক্লুনির মতো তারকারা। তাদের পদাঙ্ক অনুসরণ করে প্রতিযোগিতার দৌড়ে শামিল হয়েছেন আরও কয়েকজন হলিউড অভিনেত্রী। তাদের ব্যবসাবৃত্তান্ত নিয়েই এ প্রতিবেদন। লিখেছেন সেলিম কামাল

হলিউডের তারকারা শুধু উদ্যোক্তাই নন, বরং তাদের ব্র্যান্ডগুলোও দারুণভাবে জনপ্রিয়। অর্থাৎ তারা খ্যাতিকে কাজে লাগিয়ে কোনোমতে টাকা উপার্জনের জন্য এ পথে নামেননি। অন্তত আমেরিকার বাজার তদারকি সংস্থাগুলো সে কথাই বলছে। রীতিমতো বাজার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারকারা ব্যবসায় লগ্নি করেছেন, ক্রেতাদের উপহার দিয়েছেন দুর্দান্ত সব ব্র্যান্ডের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী। আবার কোনো কোনো কোম্পানি তাদের পণ্যের বিক্রি ও পরিচিতি বাড়াতে সেলেব্রিটিদের দ্বারস্থ হয়েছেন, তাদের কাছে স্বল্পমূল্যে শেয়ার বিক্রি করেছেন। পরে প্রচার করেছেন তাদের কোম্পানির মালিকানা পেয়েছেন ওমুক-তমুক তারকা। সেলেব্রিটি হিসাবে সফল, ব্যবসাক্ষেত্রেও অর্জন করেছেন বিশেষ সাফল্য।

* জেনিফার অ্যানিস্টন

দীর্ঘদিন ধরেই ব্যবসাক্ষেত্রে ‘ফ্রেন্ডস’ তারকা জেনিফার অ্যানিস্টন নিজেকে জড়িয়ে রেখেছেন ২০০৭ থেকে। হেয়ারকেয়ার ব্র্যান্ড লিভিং প্রুফ ও স্মার্টওয়াটারের অংশীদার হয়ে ব্যবসায়ী তকমা গায়ে জড়িয়েছেন তিনি। ২০২০ সালে তিনি কোলাজেন সাপ্লিমেন্ট ব্র্যান্ড ভাইটাল প্রোটিনের অংশীদারত্ব পেয়েছেন প্রধান সৃজনশীল কর্মকর্তা হিসাবে। এরপর মর্নিং শো তারকা জেনিফার অ্যানিস্টন চালু করেছেন নিজস্ব হেয়ারকেয়ার ব্র্যান্ড লোলাভি। সত্যিকার অর্থে যেসব পণ্যের সঙ্গে এ তারকা যুক্ত হয়েছেন- প্রতিটির গুণগত মানের কারণে জনপ্রিয়তা পেয়েছে।

* ড্রু ব্যারিমোর

ড্রু ম্যাগাজিন, প্রসাধনী এবং গৃহস্থালির নানা সরঞ্জামের মধ্যে বিস্তৃত ড্রু ব্যারিমোরের ব্যবসাজগৎ। অনলাইনে তরল হাইলাইটার, লিপ মাস্ক, রান্নঘরের আসবাব, গৃহসজ্জার সরঞ্জাম বিক্রিতে এখন সেরা ফর্মে আছেন ‘ব্যাড গার্লস’খ্যাত তারকা ড্রু ব্যারিমোর। নতুন আসা উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘সর্বদা অর্থনীতি সম্পর্কে সচেতন থাকুন।’ নিজের ব্যবসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সত্যিই এমন জিনিস তৈরি করার চেষ্টা করতে আগ্রহী-যা সাশ্রয়ী মূল্যের হলেও গুণগত মানের অভাব নেই।’

* জেসিকা বিয়েল

‘নিউইয়ার্স ইভ’খ্যাত তারকা জেসিকা বিয়েলের ব্যবসার ধরন একটি অন্য রকম। স্বাস্থ্যসুরক্ষা ব্র্যান্ড কিন্ডারফার্মস-এর মালিক তিনি। প্রাকৃতিক উপায়ে নানা ধরনের ভেষজ ওষুধ ও স্বাস্থ্যসুরক্ষা পণ্য তৈরি করে বিক্রি করে এ সংস্থাটি। নিজের সন্তানের দাঁত ওঠার সময় যে ব্যথা হয়েছিল, তা নিরাময়ের উপায় খুঁজতে গিয়েই তার মনে হয়েছিল এদিকটায় তার অনেক কিছু করার আছে। বিশেষ গবেষণার পর তিনি শুরু করেন এ ব্যবসা। সফলও হন। পাশাপাশি তার প্রযোজনা প্রতিষ্ঠান আয়রন ওশান তো রয়েছেই। স্বামী অভিনেতা জাস্টিন টিম্বারলেক তাকে এ ব্যবসায় সহযোগিতা করেন। কিন্ডারফার্মস প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আমার এ ব্যবসাকে এক নম্বর অভিভাবক এবং ডাক্তারদের বিশ্বস্ত কোম্পানি হিসাবে দেখতে চাই-যেখানে শিশুদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ওভার-দ্য-কাউন্টার ওষুধ তৈরি করা হবে।’

* ক্রিস্টেন বেল

পর্দার আড়ালে সৃজনশীলতাকে বেশি অনুপ্রেরণামূলক মনে করেন অভিনেত্রী, গায়িকা ও প্রযোজক ক্রিস্টেন বেল। ডানশায়ার নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের মালিক তিনি। নিজস্ব ব্যবসা ব্র্যান্ড হ্যালো বেলোর মাধ্যমে বিপণন শুরু করেছিলেন শিশুদের ডায়াপার। এরপর এ ব্র্যান্ডের সঙ্গী হয় পোশাক, ভিটামিন এবং অন্যান্য ব্যক্তিগত পণ্যসামগ্রী। তিনি এ ব্র্যান্ডের মাধ্যমে শুধু ব্যবসাই করেননি, করেছেন দানও। তার এ প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সংস্থার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে ১০ লাখের বেশি ডায়পার দান করেছেন তিনি।

* ক্যামেরন ডায়াজ

সাম্প্রতিক সময়ে ভোক্তারা তাদের শরীরে যে উপাদানগুলো ঢোকাচ্ছেন-তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বাফটা ও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জয়ী অভিনেত্রী ক্যামেরন ডায়াজ। কিন্তু অ্যাভালাইন নামের একটি লেভেলের মাধ্যমে ক্যামেরন ডায়াজ যে ওয়াইন বিক্রি করেন, তা পরিপূর্ণ স্বচ্ছ বলে দাবি করেন তিনি। সাদা এবং গোলাপি রঙের জৈব ও নিরামিষাশী তাদের এ পণ্য। ওয়েলকাম টু হলিউড, শার্ক সিরিজ, ভ্যানিলা স্কাই, সেক্স টেপসহ বহু দর্শকপ্রিয় সিনেমার এ অভিনেত্রীর সঙ্গে এ ব্যবসায় যুক্ত রয়েছেন তার এক বন্ধুও।

* গাল গাতদ

হলিউডের সবচেয়ে আইকনিক অভিনেত্রী হিসাবে পরিচিত ইসরাইলি তারকা গাল গাতদ। তিনিও ওয়াইন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। এর পাশাপাশি লিপ গ্লস সুগন্ধি ও পনির স্টার্টআপ গুডলসের সঙ্গে যুক্ত হয়েছেন। পাঁচ বছর আগে চালু হওয়া এ ব্র্যান্ড প্রচুর পণ্য পরিবেশন করছে। গুডলস তাদের লাভের এক শতাংশ খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবেলাকারী সংস্থাগুলোকে দান করে আসছে। ইনস্টাগ্রামে প্রায় ৯০ মিলিয়ন অনুসারী থাকায় গাল গাতদ তার ব্যবসায় প্রচুর লাভের মুখ দেখছেন।

* জেনিফার গার্নার

স্ন্যাক কোম্পানি ওয়ান্স আপন আ ফার্ম শিশুর খাদ্য নিরাপত্তায় নিজস্ব পণ্য বিক্রি করে থাকে। আর চমৎকার এ কোম্পানির মালিক ‘পার্ল হারবার’ ও ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’খ্যাত অভিনেত্রী জেনিফার গার্নার। জৈব উপায়ে শিশুখাদ্য প্রস্তুতকারি এ প্রতিষ্ঠান প্রতি বছর ১০০ মিলিয়ন ডলার বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে ব্যবসা করে আসছে। এছাড়া চুল সুরক্ষায় হেয়ারকেয়ার অয়েল কোম্পানি ভার্চু প্রতিষ্ঠা করেও সাফল্য পেয়েছেন। অভিনেত্রী রিজ উইদারস্পুন তার এ তেল ব্যবহার করে নিজের মাথার চুল সুরক্ষায় দারুণ সাফল্য পেয়েছেন।

* সেলেনা গোমেজ

একাধারে গায়িকা, অভিনেত্রী, গীতিকার, প্রযোজক ও ব্যবসায়ী সেলেনা গোমেজ। কোনো বিজ্ঞাপনে অংশগ্রহণের আগে তার শর্ত থাকে পণ্যটিতে জনহিতকর উপাদান থাকতে হবে। এ কারণে অনেকে আলোচনা শুরু করেও তাকে বিজ্ঞাপনে নিতে পারেননি। পরপর তিনটি সফল একক অ্যালবামের কানজয়ী এ শিল্পী একসময় নিজেই হয়ে গেলেন সৌন্দর্যবর্ধন বা মেকআপ শিল্পের নিষ্ঠুরতামুক্ত পণ্য সামগ্রীর মহান নির্মাতা। তার ব্র্যান্ড রেয়ার বিউটি প্রতিষ্ঠার দুই বছরের মধ্যেই বিশ্বের ৪৫টি দেশে রপ্তানি হচ্ছে। এ কোম্পানির ১ শতাংশ লভ্যাংশ মানসিক স্বাস্থ্য পরিষেবা সংস্থা রেয়ার ইমপ্যাক্ট ফান্ডে দান করে আসছেন তিনি। এ পর্যন্ত ১.৭ মিলিয়ন মার্কিন ডলার দান করেছে ব্লাশ, হাইলাইটার, ফাউন্ডেশন, ব্রোঞ্জার স্টিক বিক্রি করা প্রতিষ্ঠানটি।

* আরিয়ানা গ্র্যান্ডে

সেলেব্রিটি সুগন্ধির জগতে সর্বকালের সবচেয়ে বেশি সফল আরিয়ানা গ্র্যান্ডের আরইএম বিউটি। এখন পর্যন্ত বিশ্বব্যাপী খুচরা বিক্রয়ে ১ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে এ প্রতিষ্ঠান। এরপর এ গায়িকা, গীতিকার ও অভিনেত্রী চালু করেন বডি স্ক্রাব, বডি অয়েল ও হ্যান্ড অ্যান্ড বডি ক্রিমের একটি প্যাকেজ প্রতিষ্ঠান গড ইজ আ ওয়াম্যান। এটিও ব্যবসায়িকভাবে দারুণ সাফল্য অর্জন করেছে।

* কেট হাডসন

ফিটনেস ও ফ্যাশন বিষয়ক প্রতিষ্ঠান ফ্যাবলেটিস-এর সহ-প্রতিষ্ঠাতা গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী কেট হাডসন। বলা চলে, এ মাধ্যমের ব্যবসায়িক প্রতিযোগিতায় তার কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। এছাড়া অ্যালকোহল ব্র্যান্ড কেভিন হার্ট ও লিজোরও অংশীদার ডেজার্ট ব্লু ও গসিপখ্যাত এ তারকা। দ্য স্কেলিটন কি, কুংফু পান্ডা, মার্শাল-এর মতো বেশকিছু সফল সিনেমার এ অভিনেত্রী ভদকা ব্র্যান্ড কিং সেন্ট এবং পুষ্টিকর পাউডার কোম্পানি ইনব্লুম-এরও অংশীদার। এছাড়া প্রযুক্তি ও ক্রিপ্টোখাতেও রয়েছে তার বিনিয়োগ। মুনপে এবং ফিউচার ফিটনেস অ্যাপে জড়িত হয়েও আয় করছেন তিনি।

* স্কারলেট জোহানসন

দ্য আউটসেট-পরিবেশবান্ধব, উদ্ভিদভিত্তিক স্কিনকেয়ার লাইনের মালিক অভিনেত্রী ও গায়িকা স্কারলেট জোহানসন। মান্নি অ্যান্ড লো, দ্য হর্স হুইসপারার, ঘোস্ট ওয়ার্ল্ড, গার্ল উইথ আ পার্ল আর্নিং, ম্যাচ পয়েন্ট-এর মতো দুর্দান্ত সফল সিনেমাগুলোর এ অভিনেত্রী নিজেও ত্বকের যত্নে খুবই সংবেদনশীল। তিনি বলেন, ‘আমি যেমন সতর্ক, তেমনি আমি চাই অন্যরাও এ বিষয়ে সতর্ক থাকুক’। সম্প্রতি টেক্সাসভিত্তিক জৈব, শস্যমুক্ত হিমায়িত পিৎজা নির্মাতা স্নো ডেজ-এর পরিচালক ও বিনিয়োগকারী হিসাবে যুক্ত হয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম