Logo
Logo
×

আনন্দ নগর

ওম শান্তি ওম’র মুছে ফেলা দৃশ্য নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওম শান্তি ওম’ কেবল একটি সিনেমা নয়, এটি এখনো হিন্দি সিনেমার অন্যতম আইকনিক বিনোদন হিসাবে বিবেচিত হয়। এর প্রায় প্রতিটি দৃশ্য, সংলাপ, গান এবং পোশাক দর্শকদের মনে গেঁথে আছে। সম্প্রতি, সিনেমাটির একটি ডিলিট করা ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যা কেবল দর্শকদেরই বিভক্ত করছে না বরং তাদের ফারাহ খানের (নির্মাতা) প্রতিভা নিয়েও প্রশংসা করেছেন।

বাদ দেওয়া সেই দৃশ্যে কী ছিল? সিনেমার শেষ দিকে শাহরুখ খানের ওম কাপুরকে অভিনন্দন জানানোর এবং সেরা অভিনেতার মনোনয়নের বিষয়ে তাদের মতামত প্রকাশ করার নিশ্চয়ই মনে আছে? এমন একটি ক্লিপ ছিল, যেখানে আরও সেলেব্রিটিরা মনোনয়ন না পেয়েও ওম কাপুরের পুরস্কার পাওয়ার বিষয়ে মজার মন্তব্য করেছিলেন। ফারাহ খান নিজেই তাদের সাক্ষাৎকার নিয়েছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল মাধবান, বোমান ইরানি, বিধু বিনোদ চোপড়া, ফারহান আখতার এবং আশুতোষ গোয়ারিকর। ক্লিপের শেষে সিনেমার নির্মাতা নিজেই একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন।

মূল সিনেমা থেকে বাদ পড়া (যেটার শুটিং করা হয়েছিল) এই ক্লিপে দেখা গেছে সত্যিকার অর্থেই যেন নিজেদের সিনেমার অগ্রগতি, বাধা কিংবা এগিয়ে যাওয়ার বিষয়ে পরামর্শ দিতে। যেমন, আশুতোষ গোয়ারিকরকে কেবল দীর্ঘ সময় ধরে চিন্তা করতে এবং কিছু না বলতে দেখানো হয়েছিল। ফারহান আখতারকে বলতে দেখা যায়, কীভাবে ‘সেরা মানুষ’ বিভাগ থাকা উচিত, আর মাধবন মজারভাবে নিজেকে ‘দক্ষিণ কা শাহরুখ খান’ বলে সম্বোধন করেন। বোমান ইরানি মনে করেছিলেন, আগামী দিনে যদি তিনি আরও তরুণ দেখাতে সক্ষম হন তবে শিগ্গির তার সেরা অভিনেতার পুরস্কার পাওয়া উচিত। তবে, পরিচালক-প্রযোজক বিধু বিনোদ চোপড়ার উপস্থিতি ছিল বেশ কৌতুকপূর্ণ। তিনি ফারাহ খানের পা টেনে বলেন, ‘ইয়ে অভিনেতা কি হোতা হ্যায়? ফিল্ম তো ফারাহ খান বনতি হ্যায়।’ এতে খানও দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এবং সবার মধ্যে হাসির রোল পড়ে।

ওম শান্তি ওম-এর মুছে ফেলা ক্লিপটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তরা জনপ্রিয় সেলেব্রিটিদের এক ছাদের নিচে আনার জন্য ফারাহ খানের প্রতিভার প্রশংসা করেছেন। নেটিজেনদের একজন বলেছেন, ‘তাদের সবাইকে একত্রিত করে ফারাহ খান যা করেছেন তা অনেক পরিচালকের জন্য একটি দূরদর্শী স্বপ্ন।’ উল্লেখ্য, ‘ওম শান্তি ওম’ ২০০৭ সালের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে একটি ছিল। এর মাধ্যমে বলিউডে দীপিকা পাড়ুকোনের অভিষেক ঘটে। এ সিনেমায় আরও অভিনয় করেছিলেন অর্জুন রামপাল, শ্রেয়স তালপাডে এবং কিরণ খের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম