Logo
Logo
×

আনন্দ নগর

চিন্তামুক্ত হলেন মন্দিরা

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঈদে মুক্তি পেয়েছে মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমা ‘নীলচক্র’। এটি তার দ্বিতীয় সিনেমা। বিপরীতে আছেন আরিফিন শুভ। পরিচালনা করেছেন মিঠু খান। নাচ দিয়ে শোবিজে যাত্রা শুরু করা এ অভিনেত্রী প্রথম বড় পর্দায় আসেন ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে। সেটি মুক্তির এক বছর পর দ্বিতীয় সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে এলেন তিনি। মুক্তির দিন থেকেই সিনেমাটির প্রচারণায় মন্দিরাকে দেখা যাচ্ছে। দর্শক প্রতিক্রিয়া জানতে ছুটছেন প্রেক্ষাগৃহে। তবে প্রত্যাশা অনুযায়ী কতটাই বা সাড়া পাচ্ছেন এ অভিনেত্রী? মন্দিরা বলেন, ‘সিনেমাটি নিয়ে প্রত্যাশার পাশাপাশি অনেক চিন্তিত ছিলাম। কারণ, এটি আমার দ্বিতীয় সিনেমা। দর্শক কীভাবে নেবে এর গল্পটি, কতটা ইতিবাচকভাবে গ্রহণ করবেন। এ ছাড়া ঈদে এতগুলো সিনেমা মুক্তি পাচ্ছে এসব বিষয় নিয়েই একটু চিন্তা হচ্ছিল। কিন্তু মুক্তির পর থেকে দর্শকদের ইতিবাচক প্রশংসা এখন অনেকটা চিন্তামুক্ত করেছে। আমার মনে হচ্ছে, আমি পাশ করেছি, ভয় কেটে গেছে। দিন দিন সিনেমাটির দর্শক আগ্রহ বাড়ছে এটাও আমাদের জন্য সত্যিই ভালোলাগার। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ, তারা আমাকে এত ভালোভাবে গ্রহণ করেছেন। ঈদের দ্বিতীয় সপ্তাহ এসে দর্শকদের ইতিবাচক সাড়া পেয়ে আমার গোটা টিম খুব খুশি।’ তিনি আরও বলেন, ‘কাজলরেখা হয়ে যখন আমি দর্শকের সামনে এসেছি, তখন অনেক ভালোবাসা পেয়েছি, সেটা আমার প্রত্যাশার বাইরে ছিল। তার মধ্যে আমি সিনেমার নায়িকা হিসাবে একদমই নতুন ছিলাম। কাজলরেখায় অভিনয়টা করার চেষ্টা করেছিলাম। সে চেষ্টার পর যে ভালোবাসা পেয়েছি, আমার কাছে মনে হয় নীলচক্রতে আরও বেশি ভালোবাসা পাচ্ছি। কারণ অভিনয়ে নিজেকে আমি আরও বুঝে শুনে চরিত্রানুযায়ী উপস্থাপন করার চেষ্টা করেছি। সিনেমার গল্পটা এ সময়ের। খুব ইন্টারেস্টিং একটি গল্প।’ সাইবার অপরাধ এখনকার সময়ে সবচেয়ে আলোচিত বিষয়। ব্যক্তিগত ভিডিও ফাঁস, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে প্রতারিত হওয়ার গল্প আজকাল অহরহ ঘটছে। এমন আলোচিত বিষয় নিয়ে তৈরি হয়েছে ‘নীলচক্র’।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম