টুকরো খবর
ভালোবাসার নামে আত্মত্যাগ
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভালোবাসার নামে আত্মত্যাগের গল্প নিয়ে তৈরি একটি নাটক। নাম ‘মিথ্যে প্রেমের গল্পে’। এটি লিখেছেন লিমন আহমেদ। পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা। এতে অভিনয় প্রসঙ্গে জোভান বলেন, ‘নাটকের চরিত্রটি আমার জন্য একেবারেই ব্যতিক্রম। খুব শান্ত, গম্ভীর কিন্তু ভালোবাসার জন্য জীবন দিতেও দ্বিধা করে না। অভিনয়ের সময় নিজেকে চরিত্রটির সঙ্গে একাত্ম করে ফেলেছিলাম।’ নাজনীন নাহার নিহা বলেন, ‘এ নাটকটি আমাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে।’ এটি আজ ক্যাপিটাল ড্রামা নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে বলে নির্মাতা জানিয়েছেন।
