Logo
Logo
×

আনন্দ নগর

ওটিটিতে যা দেখবেন

Icon

প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রোমান্টিক কমেডি ঘরানার হিন্দি সিনেমা ‘নাদানিয়াঁ’। যা নির্মাণ করেছেন শাওনা গৌতম। এতে অভিনয় করেছেন ইব্রাহিম আলি খান, খুশি কাপুর, মহিমা চৌধুরী, দিয়া মির্জা, সুনীল শেঠি, জুগাল হংসরাজ প্রমুখ।

* অ্যাপল টিভি প্লাসে দেখা যাচ্ছে সিরিজ ‘মার্ডারবট’। সিরিজটি নির্মাণ করেছেন পল ওয়েটজ ও ক্রিস ওয়েটজ। এতে অভিনয় করেছেন আলেকজান্ডার স্কারসগার্ড , অনুসরণ, ডেভিড ডাস্টমালচিয়ান, সাবরিনা উ, তামারা পোডেমস্কি, তাতিয়াওনা জোন্স প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম