ট্রেন্ডিংয়ে পঞ্চকন্যার ঈদের নাটক
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঈদ উপলক্ষ্যে এবার টিভি ও ইউটিউবে প্রকাশ হয়েছে শতাধিক নাটক। একটা সময় উৎসবকেন্দ্রিক নাটকগুলো নিয়ে আলোচনা ছিল সর্বত্র। কিন্তু গত কয়েকটি ঈদ উৎসবে সিনেমার দাপটে নাটকের আলোচনা অনেকটা ম্লান। তবুও বেশ কিছু নাটক রয়েছে আলোচনায়। গল্প, অভিনয় ও নির্মাণশৈলীতে এগুলো দর্শক আগ্রহে থাকায়, নাটকগুলো এসেছে ইউটিউব ট্রেন্ডিংয়ে। ভিউয়ের যুগে ইউটিউব ট্রেন্ডিংয়ে থাকাটাকেও প্রাধান্য দিচ্ছেন সংশ্লিষ্টরা। এবারের ঈদে ট্রেন্ডিংয়ে থাকা নাটকগুলোর নায়িকা হচ্ছেন নাজনীন নাহার নিহা, জান্নাতুল সুমাইয়া হিমি, সুমনা ইয়াসমিন, মালাইকা চৌধুরী ও তাসনিয়া ফারিণ। ঈদে প্রকাশের পরই তাদের অভিনীত নাটক ট্রেন্ডিংয়ে জায়গা করে নেয়। ঈদের দুই সপ্তাহ পর বর্তমানে তালিকায় কার কোন অবস্থান সেটি তুলে ধরা হয়েছে।
ঈদের নাটকের মধ্যে ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে নাজনীন নাহার নিহা অভিনীত নাটক ‘আশিকি’। এতে তার সহশিল্পী ফারহান আহমেদ জোভান। পারভেজ ইমামের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন। ৮ জুন এটি একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। যা এখন পর্যন্ত দেখেছেন ১ কোটি ৭০ লাখের অধিক দর্শক। মুক্তির আগে নাটকটির টিজার প্রকাশ হলে তা নিয়ে বেশ সমালোচনা হয়। কিন্তু মুক্তির পর এটি দর্শক আগ্রহে এখন পর্যন্ত ট্রেন্ডিংয়ের শীর্ষস্থান দখল করে রেখেছে। এদিকে নিহা অভিনীত ‘ঘ্রাণ’ নামের আরও একটি নাটক রয়েছে ট্রেন্ডিংয়ে। নাটকটিতে তিনি অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের বিপরীতে। এটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। ১০ জুন একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ হয়। এখন পর্যন্ত এটি দেখেছেন ৫০ লাখের অধিক দর্শক।
‘মাছের মানুষ’ নামে একটি নাটকে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। ট্রেন্ডিংয়ে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছে এটি। এতে হিমি জুটি বেঁধেছেন নিলয় আলমগীরের সঙ্গে। পরিচালনা করেছেন মহিন খান। এ নাটকটিও ১৫ জুন একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। এখন পর্যন্ত এটি দেখেছেন ৩৫ লাখের বেশি দর্শক। এ ছাড়া নিলয়-হিমি জুটির আরও একটি নাটক রয়েছে এ তালিকায়। ‘কোটি টাকার চেয়ারম্যান’ নামে নাটকটিও ঈদে প্রকাশের পর থেকেই ট্রেন্ডিংয়ে আসে। দুই সপ্তাহ শেষে তালিকায় কিছুটা নিচে গেলেও, নাটকটি এখনো ট্রেন্ডিংয়ে রয়েছে। এটি পরিচালনা করেছেন মিতুল খান। ৮ জুন এটি একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়। এখন পর্যন্ত নাটকটি দেখেছেন ৭৬ লাখের অধিক দর্শক।
ট্রেন্ডিং তালিকার তৃতীয় স্থানে রয়েছে সুমনা ইয়াসমিন অভিনীত নাটক ‘হরবোলা’। এতে নিলয় আলমগীরের সঙ্গে জুটি বাঁধেন এ অভিনেত্রী। ১২ জুন এটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। মুক্তির দুই দিন পরই এটি ট্রেন্ডিংয়ে চলে আসে। আবদুল্লাহ জহিরের গল্পে ‘হরবোলা’ নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। ৫৪ লাখের অধিক দর্শক এরই মধ্যে নাটকটি দেখেছেন।
তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে মালাইকা চৌধুরীর ‘ক্ষতিপূরণ’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত এ নাটকে মালাইকার সহশিল্পী ইয়াশ রোহান। ১০ জুন একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি। এখন পর্যন্ত দেখেছেন ৫৭ লাখের অধিক দর্শক।
প্রকাশের পরই ট্রেন্ডিংয়ে ওপরের দিকে থাকলেও, বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে তাসনিয়া ফারিণ অভিনীত নাটক ‘প্রিয় প্রজাপতি’। এতে রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। ৮ জুন নাটকটি একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। ৭০ লাখের অধিক দর্শক এখন পর্যন্ত নাটকটি দেখেছেন।
