|
ফলো করুন |
|
|---|---|
* আরটিভিতে আজ রাত ৮টায় প্রচার হবে বিশেষ নাটক ‘ঝাল মুড়ি’। এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, কেয়া পায়েল প্রমুখ। রাত ৯টা ২০ মিনিটি প্রচার হবে ধারাবাহিক ‘বোকা পরিবার’। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, ডা, এজাজুল ইসলাম, মাইমা আলম মাহা, তাহমিনা মৌ, রিমি করিম, আব্দুল্লাহ রানা, সাজু খাদেম, শিরিন আলম প্রমুখ।
* দীপ্ত টিভিতে আজ দুপুর ১টা ১৫ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এতে অভিনয় করেছেন সিয়াম ও পরী মনি।
* এনটিভিতে আজ দুপুর ১টায় প্রচার হবে একক নাটক ‘নসিব’। এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, আব্দুল্লাহ রানা, তুতিয়া ইয়াসমিন পাপিয়া প্রমুখ। রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ছাত্রাবাঁশ’র ৩৭তম পর্ব। মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় এতে অভিনয় করেছেন প্রত্যয় হিরণ, আজাদ আবুল কালাম, মাখনুন সুলতানা মাহিমা, তানজিম হাসান অনিক, বাপ্পী আশরাফ, সারজিন ইসলাম জিম, রাশেদ ইমরান, শামীম আহমেদ, শাওন মজুমদার, শারমিন সুলতানা শর্মী প্রমুখ।
