Logo
Logo
×

আনন্দ নগর

কাজানে বাংলাদেশের সিনেমা ও তথ্যচিত্র

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে নিয়মিতই জায়গা করে নিচ্ছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা এবং তথ্যচিত্র। বিভিন্ন সময় পুরস্কারও অর্জন করেছে একাধিক সিনেমা। সেই ধারাবাহিকতায় এবার রাশিয়ার ২১তম ‘কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ মনোনয়ন পেয়েছে বাংলাদেশের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও একটি তথ্যচিত্র। এগুলো হচ্ছে শাহরিয়ার আজাদ সৌমিক পরিচালিত সিনেমা ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’ ও অ্যাঞ্জেলস রালিস পরিচালিত তথ্যচিত্র ‘মাইটি আফরিন : ইন দ্য টাইম অব ফ্লাডস’। স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি প্রসঙ্গে এর নির্মাতা শাহরিয়ার আজাদ গণমাধ্যমে বলেন, ‘এর গল্প এক জোড়া কবুতর ঘিরে। সিনেমার মধ্য দিয়ে শৈশবের নানা অনুভূতি তুলে ধরেছি। গ্রামীণ নানা ঘটনা যেমন এতে আছে, তেমনি গ্রামীণ জনজীবন, প্রকৃতি এবং ভেতরের জটিল আবেগ গল্পে প্রকাশ পেয়েছে। আমার বিশ্বাস দেখার পর দর্শকের ভালো লাগবে। উৎসব নিয়েও আমি আশাবাদী।’ সিনেমাটিতে অভিনয় করেছেন এস কে শাহরিয়ার ও শাহীন হোসাইন। এটি প্রযোজনা করেছেন যুবরাজ শামীম। এদিকে তথ্যচিত্র প্রসঙ্গে নির্মাতা জানান, আফরিন নামে সাহসী এক মেয়ের গল্প তুলে ধরা হয়েছে এতে। ১২ বছরের আফরিনের বসবাস ব্রহ্মপুত্র নদের এক দূরবর্তী দ্বীপে। সেখানে হঠাৎ করে শুরু হয় বন্যা। জলবায়ু উদ্বাস্তু হয়ে সে নানা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে বাবাকে খুঁজতে বের হয়। ১ ঘণ্টা ৩২ মিনিটের এ তথ্যচিত্রটিতে দেশের বন্যার সময়ের চিত্র উঠে এসেছে। এতে অভিনয় করেছেন আফরিন খানম, বন্যা আক্তার, ফিরোজা বেগম প্রমুখ। তথ্যচিত্রটি গ্রিস, ফ্রান্স, জার্মানি ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত। জানা যায়, আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘কাজান চলচ্চিত্র উৎসব’। এ আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে সিনেমা ও তথ্যচিত্রের পরিচালক ও প্রযোজকদের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম