প্রশংসিত কেয়া পায়েলের সম্মান
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২২ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ঈদে কেয়া পায়েল অভিনীত একাধিক নাটক প্রকাশ হয়েছে। তবে সর্বাধিক ভিউ বা ট্রেন্ডিংয়ের দৌড়ে খানিকটা পিছিয়ে এ নায়িকা। কিন্তু তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘সম্মান’ নামে একটি নাটক দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। এতে কেয়া পায়েলের সহশিল্পী ফারহান আহমেদ জোভান। পরিচালনা করেছেন তপু খান। কমেডি ঘরানার বাইরে গিয়ে পারিবারিক বা সম্পর্কের গল্পের এ নাটকটি দর্শকের মনে দাগ কেটেছে। একজন নীতিমান শিক্ষক ও তার প্রতি একজন আদর্শ ছাত্রের সম্মান প্রদর্শনের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি। নাটক প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘গতানুগতিক ধারার কাজের বাইরে এ কাজটি করেছি। জানতাম এটির ভিউ কম হবে। এ ধরনের নাটক সাধারণত ভিউ পায় না। এতে শিক্ষকের প্রতি ছাত্রের কতটা সম্মান ও শ্রদ্ধা থাকা উচিত তা ফুটে উঠেছে। বলা যায়, সামাজিক দায়বদ্ধতা থেকেই কাজটি করা। নাটকটি প্রকাশের পর বেশ প্রশংসা পাচ্ছি। এটাই আমার প্রাপ্তি।’ নাটকটি ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ১৩ জুন প্রকাশ হয়। এখন পর্যন্ত এটি দেখেছেন ১৫ লাখের অধিক দর্শক। এতে শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান। মূলত এ তিনটি চরিত্র নিয়েই এগিয়েছে নাটকের গল্প।
