|
ফলো করুন |
|
|---|---|
* এক্সপেরিমেন্টাল হল : রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটক ‘কঞ্জুস’। এটি লোক নাট্যদলের (বনানী) সর্বাধিক মঞ্চায়িত হাসির নাটক। ফরাসি নাট্যকার মলিয়রের বিখ্যাত কমেডি ‘দি মাইজার’ অবলম্বনে নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান এবং নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। নাটকের গল্প মূলত পুরান ঢাকার এক কৃপণ বাসিন্দা হায়দার আলীকে ঘিরে। হায়দার আলীর বসবাস ছেলে কাযিম আলী ও মেয়ে লাইলী বেগমকে নিয়ে। তাদের সঙ্গে থাকে অত্যন্ত দুই চতুর চাকর ‘লাল মিয়া’ ও ‘কালা মিয়া’।
