|
ফলো করুন |
|
|---|---|
* প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে হিন্দি সিরিজ ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন। এতে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, ফয়সাল মালিক প্রমুখ।
* নেটফ্লিক্সে শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ সিজন থ্রি। অর্চনা পূরণ সিং, সুনীল গ্রোভারসহ সবাইকে নিয়ে নতুন এ সিজন শুরু হয়েছে। এর উপস্থাপনায় রয়েছেন কপিল শর্মা। ২১ জুন প্রথম পর্বে অতিথি হিসেবে ছিলেন সালমান খান।
* বঙ্গতে মুক্তি পেয়েছে ওয়েব ড্রামা ‘জ্ঞ্যানী গনি-২’। পরিচালনা করেছেন ইমরান ইমন। এতে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, সালহা খানম নাদিয়া, আহসানুল হক মিনু, টুম্পা মাহবুব, শাহাদাত শিশির প্রমুখ।
