Logo
Logo
×

আনন্দ নগর

মা-বাবার পুনর্মিলনের চেষ্টা করছেন জোলি-পিট সন্তানেরা

দীর্ঘ সময় প্রেম করে ২০১৪ সালে বিয়ে করেন হলিউডের প্রভাবশালী দুই অভিনয়শিল্পী ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু দাম্পত্য কলহে সেই বিয়ে টেকেনি। বিচ্ছেদের পর দু’জনার মধ্যে আইনি ঝামেলাও হয়েছে অনেক। পাঁচ বছর লেগেছে বিচ্ছেদের আইনি ঝামেলা মেটাতে। বর্তমানে দু’জনেই আলাদা। তাদের সন্তান সংখ্যা ছয়। এরমধ্যে জোলি চারটি সন্তান দত্তক নিয়েছেন, আর দুটি ব্র্যাড পিটের ঔরসজাত। এ ছয় সন্তানই নাকি বর্তমানে আবারও তাদের বাবা-মাকে এক করতে চাইছেন। বিস্তারিত রয়েছে এ প্রতিবেদনে

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হলিউডের তারকা দম্পতি ছিলেন ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তাদেরকে একসঙ্গে বলা হতো ‘ব্রাঞ্জেলিনা’। পাঁচ বছর ধরে বিবাহিত থাকার পর ২০১৯ সাল থেকে আলাদা হয়ে যান তারা। সম্পত্তি ভাগাভাগি নিয়ে হয়েছে মামলাও। বলা যায় দু’জনার মুখ দেখাদেখি একদমই বন্ধ। তবে, সাবেক এ দম্পতির সন্তানেরা তাদের বাবা-মায়ের সম্পর্ক আবার জোড়া লাগানোর চেষ্টা করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। এ দম্পতির ছয়টি সন্তান রয়েছে। হলিউডে একাধিক তারকা দম্পতি এখনো সংসার করছেন, আবার কারও কারও সংসার ভেঙে গেছে। কিন্তু ইন্ডাস্ট্রির সবচেয়ে কুৎসিত ব্রেকআপগুলোর মধ্যে অন্যতম ছিল ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির সম্পর্ক, যা এখনো আলোচনায় রয়েছে। ২০১৯ সালে তারা সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন, বিবাহবিচ্ছেদের কারণ হিসাবে অমীমাংসিত মতপার্থক্য উল্লেখ করেন। যদিও সাবেক এ দম্পতি তাদের জীবন আলাদাভাবে চালিয়ে যাচ্ছেন। ব্র্যাড পিট বান্ধবী ইনেস ডি র‌্যামনের সঙ্গে চুটিয়ে ডেটিং করছেন। অন্যদিকে জোলি নিজের ক্যারিয়ার এবং বাচ্চাদের নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, সাবেক সেলেব্রিটি দম্পতির সন্তানরা তাদের বাবা-মায়ের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা চালিয়েছে। সূত্রটি তাদের সন্তানদের পুনরায় সংযোগ স্থাপনের প্রচেষ্টার পরে ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির অবস্থান সম্পর্কে বিস্তারিত জানায়। অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে ব্র্যাড পিটের বিচ্ছিন্ন সম্পর্ক রয়েছে। অভিনেতা কেবল মাঝে মাঝে তার ছোট সন্তান, নক্স এবং ভিভিয়েনের সঙ্গে দেখা করেন। ইউএস উইকলির সঙ্গে কথা বলা সূত্রটি আরও জানিয়েছে, ‘মূলত ছোট সন্তানরাই পিটকে মায়ের সঙ্গে মিলে যাবার প্রস্তাব দিয়েছে। পিটও বেশ আবেগী হয়ে উঠেছিলেন। কিন্তু এ নিয়ে পিট কোনো মন্তব্য করেননি। জোলির কাছ থেকেও কোনো তথ্য দিতে পারেনি মার্কিন গণমাধ্যম। এদিকে পিট নিজের ছোট সন্তানদের ছাড়া প্যাক্স, ম্যাডক্স, শিলো এবং জাহারাসহ তার অন্য কোনো সন্তানের সঙ্গে দেখা করেন না বা কথা বলেন না।

উল্লেখ্য, হলিউডের সময়ের সবচেয়ে জনপ্রিয় এ সেলিব্রিটি দম্পতি ২০১৯ সালে ঘোষণা করেছিলেন, তারা দুজনেই আইনত অবিবাহিত। তবে, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এ জুটির বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়নি। বিচ্ছেদের পর অভিনেত্রীর আইনজীবী বলেছেন, এ সম্পর্ক থেকে বেরিয়ে জোলি স্বস্তি পেয়েছেন। বিস্তারিত বর্ণনা করে তিনি বলেন, ‘অ্যাঞ্জেলিনা ক্লান্ত, কিন্তু তিনি স্বস্তি পেয়েছেন জীবনের সবচেয়ে বাজে একটি পর্ব শেষ হয়ে গেছে বলে। সেই সময় অ্যাঞ্জেলিনা জোলিও বলেছিলেন, তার বাচ্চারা তাকে নতুনভাবে জীবন পরিচালনা করতে সাহায্য করেছে, নাহলে তিনি সত্যিই অন্ধকারে চলে যেতেন।

এদিকে কাজের সূত্রে ব্র্যাড পিট বর্তমানে ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘ফর্মুলা ওয়ান’ নিয়ে। সিনেমাটি ২৭ জুন মুক্তি পাবে। স্পোর্টস অ্যাকশননির্ভর এ সিনেমায় তাকে দেখা যাবে ভয়াবহ দুর্ঘটনার শিকার হওয়া সাবেক এক স্পোর্টস কার ড্রাইভারের চরিত্রে। এ ছাড়াও তিনি যুক্ত আছেন প্যারামাউন্ট পিকচার্সের ব্যানারে নির্মিতব্য সিনেমার নাম ‘হার্ট অব দ্য বিস্ট’র সঙ্গে। এটি পরিচালনা করছেন ডেভিড আয়ার। এর চিত্রনাট্য লিখেছেন ক্যামেরন আলেকজান্ডার। নির্বাহী প্রযোজক হিসেবেও থাকছেন তিনি। সিনেমাটি নির্মিত হচ্ছে আর্মি স্পেশাল ফোর্সের একজন সাবেক সৈনিক ও তার অবসরপ্রাপ্ত যোদ্ধা কুকুরকে কেন্দ্র করে, যারা বিস্তীর্ণ আলাস্কা মরুভূমিতে বিমান দুর্ঘটনার পর বেঁচে থাকার জন্য লড়াই করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম