Logo
Logo
×

আনন্দ নগর

টিভিতে আজ

Icon

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* বৈশাখী টিভিতে আজ রাত ১০টায় প্রচার হবে একক নাটক ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’। এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, মারিয়া শান্ত, প্রান্ত দস্তগির প্রমুখ।

* আরটিভিতে আজ রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘ও লেডিস’। এতে অভিনয় করেছেন যাহের আলভী, মাখনুন মাহিমা প্রমুখ।

* দীপ্ত টিভিতে আজ দুপুর ১টা ১৫ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘জিন’। এতে অভিনয় করেছেন পূজা চেরি, সজল নূর।

* এনটিভিতে আজ দুপুর ১টায় প্রচার হবে একক নাটক ‘তবুও পাশাপাশি’। এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সামিরা খান মাহি প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম