Logo
Logo
×

আনন্দ নগর

ওটিটিতে যা দেখবেন

Icon

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* নেটফ্লিক্সে দেখা যাচ্ছে বিজনেস রিয়েলিটি সিরিজ ‘সেলিং দ্য সিটি’। এটি পরিচালনা করেছেন অ্যাডাম ডিভেলো। সিরিজে অভিনয় করেছেন অ্যাবিগেল গডফ্রে, এলিওনোরা স্রুগো, জেড চ্যান প্রমুখ।

* হইচইতে মুক্তি পেয়েছে বাংলা সিরিজ ‘ভোগ’। অতীনের খুব শখ পুরোনো জিনিসপত্র কেনা। একদিন একটি দেবীমূর্তি কিনে আনে এবং স্বপ্নাদেশ পেয়ে সেই মূর্তিটির পূজা করতে থাকে। যা তার ও পরিবারের জীবনে নিয়ে আসে এক অন্দকার। পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। এতে অভিনয় করেছেন অনির্বাণ চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, রজতাভ দত্ত, শুভাশিস মুখোপাধ্যায় প্রমুখ।

* অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে ইংরেজি সিনেমা ‘অ্যানাদার সিম্পল ফেভার’। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিম্পল ফেভার সিনেমার সিক্যুয়েল এটি। এবারের গল্পের প্রেক্ষাপট ইতালি। এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করছেন এমিলি। হঠাৎ এক মৃত্যুর ঘটনা উৎসবমুখর পরিবেশকে বদলে দেয়। প্রকাশ্যে আসতে থাকে অনেক সত্য। নির্মাণ করেছেন পল ফেইগ। এতে অভিনয় করেছেন অ্যানা কেন্ড্রিক, ব্লেক লাইভলি, অ্যান্ড্রু র‌্যানেলস প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম