|
ফলো করুন |
|
|---|---|
* স্টুডিও থিয়েটার : রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যায় মঞ্চস্থ হবে বাতিঘরের নাটক ‘প্যারাবোলা’। নোবেলজয়ী ইতালিয়ান নাট্যকার দারিও ফোর আলোচিত নাটক ‘অ্যাকসিডেন্টাল ডেথ অব অ্যান অ্যানার্কিস্ট’ অবলম্বনে এটি অনুবাদ করেছেন শাহানা জয় ও খালিদ হাসান রুমী। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। নাটক প্রসঙ্গে নির্দেশক বলেন, ‘একটি মৃত্যুকে কেন্দ্র করে এ নাটকের কাহিনি। এ মৃত্যুকে নানা দৃষ্টিকোণ থেকে দেখলে জানা যায় মৃত্যুর মূল কারণ। আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় এ দেখার সুযোগটা রুদ্ধ করে দেওয়া হয়েছে। জাতি হিসাবে সময়ের ব্যবধানে সবকিছু ভুলে যাই। এটা আমাদের সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতার সুযোগে আমাদের সঙ্গে চলে মর্মান্তিক প্রহসন। বিচারের বাণী নিভৃতে কাঁদে। মানুষের জীবন নিয়ে চলে হেঁয়ালি ও তামাশা। উন্নয়নের আড়ালে যে নিষ্ঠুর সত্যটি লুকিয়ে আছে, আশঙ্কা তা এক সময় পুরো সমাজটাকে না গ্রাস করে ফেলে।’
