|
ফলো করুন |
|
|---|---|
একসময় শুধুই টিভি নাটকে ব্যস্ততা থাকলেও এখন ওটিটি কনটেন্টে বেশি দেখা যায় জাকিয়া বারী মমকে। মনোযোগ বাড়িয়েছেন এ মাধ্যমে। তার অভিনীত একাধিক আলোচিত সিরিজ রয়েছে। তবে সিরিজের বাইরে ভালো গল্প ও চরিত্র পেলে নাটকেও অভিনয় করেন। সম্প্রতি তার অভিনীত ‘স্কুলগেট’ নামে একটি নাটক অন্তর্জালে মুক্তি পেয়েছে। এতে বেশ প্রশংসিত হচ্ছেন অভিনেত্রী। সোহেল রাজ পরিচালিত নাটকটি দেখে আবেগে ভেসেছেন দর্শক। ইউটিউবে নাটকটির মন্তব্যের ঘরে ইতিবাচক সব কমেন্টে দর্শক তাদের মনের কথা ও ভালোলাগার প্রকাশ ঘটিয়েছেন। মম বলেন, ‘এখনকার বেশিরভাগ নাটকের গল্প প্রায় একই ধাঁচের। সেসব গল্পে অভিনয়ের কতটুকু মূল্যায়ন হবে বলা কঠিন। এদিক থেকে এ নাটকের কাহিনি কিছুটা সময়োপযোগী মনে হয়েছে। গল্প শুনেই হয়েছিল, এর চরিত্রগুলো সহজেই দর্শকমনে নাড়া দেবে। হয়েছেও তাই।’
